কীর্তন। এই শব্দটা তাঁর নিঃশ্বাসে জড়িয়ে। বাঙালি শ্রোতার মন জয়ও করেছেন কীর্তন শুনিয়েই। তিনি গায়িকা অদিতি মুন্সি। শ্রোতাদের জন্য তাঁর নতুন উপহার ‘শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম।’
ছোট থেকেই কৃষ্ণভক্ত অদিতি। তাঁর কথায় অবশ্য, ‘গুরুভক্ত’। সে কারণে রবিবার জন্মাষ্টমীর দিন তাঁর প্রণাম জানালেন নতুন মিউজিক ভিডিও ‘শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম’-এর প্রকাশের মাধ্যমে। রবিবার থেকেই ইউটিউবে দেখা যাচ্ছে এই ভিডিও। ইতিমধ্যেই তা পছন্দ করছেন অদিতির অনুরাগীরা।
বছর দু’য়েক আগে বাঙালির ড্রইংরুম ভরে থাকত অদিতির কীর্তনের সুরে। রিয়্যালিটি শো-এ গাইতে যাওয়া অদিতি কীর্তনের সুরে মন ভরিয়েছিলেন সকলের। ফের কীর্তন ফিরেছে। ফিরেছে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র হাত ধরে। এখানে নেপথ্য গায়িকা সেই অদিতিই। তাঁর নতুন কাজে সমর্থন পেয়েছেন শ্রোতাদের।