কখনও মরুভূমির বালিয়ারি। কখনও বা পাহাড়ি উপত্যকা। তার মধ্যেই প্রেমে পড়লেন দেব-রুক্মিণী।
রিয়েল লাইফে প্রেমে তো তাঁরা আগেই পড়েছেন। এ ছবি রিলের।
পরিচালক রাজা চন্দের আসন্ন ছবি ‘কিডন্যাপ’-এ জুটি বেঁধেছেন দেব-রুক্মিণী। জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে সদ্য মুক্তি পেল এ ছবির নতুন দান ‘ওই ডাকছে আকাশ’। ইতিমধ্যেই সোশ্যাল অডিয়েন্স তা পছন্দ করছেন।
আরও পড়ুন, বিয়ে করছেন নবনীতা, পাত্র কে জানেন?
২১ বছরের একটি মেয়ে হারিয়ে গিয়েছে। বলা ভাল, কেউ বা কারা তাঁকে অপহরণ করেছে। অসহায় বাবা মেয়ের খোঁজে ঘুরছেন দরজায় দরজায়। এই অবস্থায় এক সাংবাদিক আর এক সাধারণ মানুষের যৌথ লড়াইয়ে মেয়েকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন সেই বাবা…। তার পর?
আরও পড়ুন, বিচ্ছেদের আশঙ্কায় ভুগতাম, স্বীকারোক্তি আলিয়ার
ঠিক এ ভাবেই আসন্ন ছবি ‘কিডন্যাপ’-এর চিত্রনাট্য বুনেছেন রাজা চন্দ। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। এই প্রথমবার দেবের প্রোডাকশনের বাইরে কাজ করলেন রুক্মিণী। কিন্তু দেবের সঙ্গেই জুটি বেঁধেছেন নায়িকা।
দুবাই এবং আবু ধাবিতে এ ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। এ ছাড়াও গানের শুটিং হয়েছে হাট্টার হ্রদে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পাবে এই ছবি।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)