Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ জানুয়ারি ২০২২ ই-পেপার

ট্রেলার লঞ্চে মাকে মিস করে কেঁদে ফেললেন জাহ্নবী

নিজস্ব প্রতিবেদন
১১ জুন ২০১৮ ১৭:২১
জাহ্নবী।

জাহ্নবী।

জাহ্নবীর প্রথম বলি ডেবিউ ‘ধড়ক’। সেটা দেখে যেতে পারেননি মা শ্রীদেবী। সোমবার ট্রেলার লঞ্চ হল এই ছবির। সেই অনুষ্ঠানে মায়ের কথা মনে করে ইমোশনাল হয়ে পড়লেন জাহ্নবী।

শশাঙ্ক খৈতানের পরিচালনায় এই ছবিতে জাহ্নবী কপূরের বিপরীতে রয়েছেন শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। ঈশানের অবশ্য দ্বিতীয় হিন্দি ছবি এটি। এর আগে ২০০৫-এ সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’-এ প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

ট্রেলার লঞ্চে জাহ্নবী বলেন, ‘‘আজ মাকে খুব মিস করছি। মা বলত, কঠিন পরিশ্রম কর। প্রত্যেকটা ইমোশন অনুভব করার চেষ্টা করবে। আমার মনে হয়, মায়ের কথা শুনে কাজ করতে পেরেছি।’’

Advertisement

মেয়ের ছবির প্রথম পোস্টার শ্রীদেবী নিজেই শেয়ার করেছিলেন গত নভেম্বরে। তিনি কতটা উত্সাহিত, জানিয়েছিলেন সে কথাও। মরাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধড়ক’।

আরও পড়ুন

Advertisement