ফুটবল মাঠ। সেখানে তো ফুটবল ম্যাচ দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু সেই মাঠই যদি হয়ে যায় নাচের মঞ্চ?
হতেই পারে। যদি ফুটবল খেলতে নামেন ফিল্মি তারকারা। দিন কয়েক আগে এমন ঘটনারই সাক্ষী থাকলেন দর্শক। সৌজন্যে রণবীর কপূর এবং অভিষেক বচ্চন।
সম্প্রতি সিঙ্গাপুরে একটি ফুটবল ম্যাচ খেলতে নামেন বলি তারকারা। সেখানে মাঠের মধ্যেই ‘কাজরা রে’র তালে নেচে ওঠেন অভিষেক এবং রণবীর। সঙ্গে ছিলেন অর্জুন কপূরও। তবে তখন ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘কালা চশমা’ গানটি। তারকাদের সেই নাচের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন, ‘বেডরুম’-এর পর ‘তৃতীয় অধ্যায়’-এ ফিরছেন আবির-পাওলি
টুইটারে এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করলে তার উত্তরে অভিষেক লেখেন, ‘আমি আর রণবীর ফুটবলে স্টেপ মেলাতে পারছিলাম না। তাই আমরা যাতে সরগড় তাতেই স্টেপ মেলালাম। হা হা..।’
Hahaha. Ranbir and I just couldn’t get the steps so we did one that we knew.
— Abhishek Bachchan (@juniorbachchan) April 23, 2018
ফুটবল রণবীর বা অভিষেকের বরাবরের পছন্দ। এ কথা আগেই বারবার জানিয়েছেন তারকারা। তবে ফুটবল খেললেও তাঁদের প্রাণ যে ফিল্ম তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।