গত বছর থেকেই শ্বেতা তিওয়ারি আর অভিনব-র দাম্পত্যে ফাটল ধরেছিল। এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। একাধিক সংবাদমাধ্যমকে ডেকে শ্বেতা তখন জানিয়েছিলেন, মধুচন্দ্রিমার মধু পুরোটাই তেতো হয়ে গেছে। শ্বেতার সৎ মেয়ের সঙ্গে নাকি ভীষণ ‘অ-সৎ’ আচরণ করছেন অভিনব!
তাই নিয়ে থানা-পুলিশও হয়েছে। ফলে, সম্পর্ক এক্কেবারে তলানিতে। যে কোনওদিন বিচ্ছেদের খবর হয়ত শুনবেন অনুরাগীরা। আচমকাই ব্যাপারটা ৩৬০ ডিগ্রি ঘুরেছ, অভিনব-র একটি সোশ্যাল পোস্টকে কেন্দ্র করে। তারপরেই মিঞাঁ-বিবির ঘোষণা, বিচ্ছেদের পথে হাঁটছেন না তাঁরা!
অতি সম্প্রতি, শ্বেতার হাসিখুশি মুহূর্তের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনব। ভিডিয়োতে দেখা গেছে, এক ভক্ত ফাওয়ান খানের সঙ্গে টেলি তারকার হাসিমুখে পোজ। অভিনবের সোশ্যাল হ্যান্ডেলে শ্বেতার এই ভিডিয়ো দেখে মুহূর্তের মধ্যে রে রে করে ওঠেন নেটাগরিকেরা। এক দিকে দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, অন্য দিকে অভিনব-র এইসব পোস্ট! এ সব হচ্ছেটা কী!