Welcome Back is an important film for the producer: Anil Kapoor - Anandabazar
  • সংবাদ সংস্থা

‘ওয়েলকাম ব্যাক’-এর ব্যবসা নিয়ে চিন্তিত অনিল কপূর

1

Advertisement

শুধু অভিনয় নিয়ে মাথা ঘামানোর সময়টা পেরিয়ে এসেছেন অনিল কপূর। তাই অভিনয়ের সঙ্গে এখন ছবির ব্যবসার দিকটাও মাথায় রাখছেন বলিউডের এই পোড়খাওয়া অভিনেতা। মুক্তির অপেক্ষায় রয়েছে অনিলের পরবর্তী ছবি ‘ওয়েলকাম ব্যাক’। এই ছবি নিয়ে আশাবাদী প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা। তবে বক্স অফিসে কতটা সাড়া ফেলবে ‘ওয়েলকাম ব্যাক’, তা নিয়ে খানিকটা হলেও টেনশনে রয়েছেন অভিনেতা অনিল। ছবির বিষয়ে প্রশ্ন করা হলে অনিল বলেন, ‘‘ওয়েলকাম ব্যাক ঠিকঠাক ব্যবসা না-করলে এক জন ভাল প্রোডিউসর হারাবে বলিউড।’’ ২০০৭-এর কমেডি ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’। ছবিতে অভিনয় করেছেন নানা পটেকর, পরেশ রাওয়াল, নাসিরুদ্দিন শাহ, শ্রতি হাসন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। ছবির প্রিমিয়ার হচ্ছে দুবাইয়ে। অনিল বলেন, ‘‘ওয়েলকাম ব্যাক কোনও অসাধারণ ছবি নয়, কিন্তু, এটা একটা মজার ছবি, যা পরিবারের সঙ্গে বসে দেখা যায়।’’ ছবির ব্যবসায়িক দিক এবং প্রোডিউসরের কথা ভেবে এর প্রোমোশনের জন্য সাংবাদিকদেরও অনুরোধ করেছেন অনিল কপূর।   

Advertisement

আরও পড়ুন
বাছাই খবর
আরও পড়ুন