Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Entertainment News

রেখার সঙ্গে দেখা হল আরাধ্যার, তার পর?

অমিতাভ বচ্চনের জীবনে দু’জনের জায়গাই খুব স্পেশাল। একজন তাঁর নাতনি আরাধ্যা বচ্চন। আর এক জন রেখা। তাঁর অনস্ক্রিন নায়িকা তো বটেই। অমিতাভ-রেখার ব্যক্তিগত রসায়ন নিয়েও এখনও চর্চা হয় ইন্ডাস্ট্রিতে। বিগ বি-র জীবনের সেই স্পেশ্যাল দুই নারীর অবশেষে দেখা হল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১৯:১৪
Share: Save:

দেখা হল। অবশেষে দেখা হল।

অমিতাভ বচ্চনের জীবনে দু’জনের জায়গাই খুব স্পেশাল। একজন তাঁর নাতনি আরাধ্যা বচ্চন। আর এক জন রেখা। তাঁর অনস্ক্রিন নায়িকা তো বটেই। অমিতাভ-রেখার ব্যক্তিগত রসায়ন নিয়েও এখনও চর্চা হয় ইন্ডাস্ট্রিতে। বিগ বি-র জীবনের সেই স্পেশ্যাল দুই নারীর অবশেষে দেখা হল।

আরও পড়ুন, ফের তৈমুরের ছবি ভাইরাল, সঙ্গে কে?

দিন কয়েক আগে মুম্বইতে মুকেশ অম্বানীর দেওয়া গণেশ চতুর্থীর পার্টিতে হাজির ছিলেন রেখা। সেখানেই গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্যা ও আরাধ্যা। পার্টিতেই দেখা হয়েছিল তাঁদের। এত দিন পরে সে খবর প্রকাশ্যে এল।

আরও পড়ুন, সুদীপ্তা ও বিদীপ্তার দীপাবলির মেসেজ

বলি সূত্রের খবর, রেখার সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন অভিষেক ও ঐশ্বর্যা। তার মধ্যেই রেখার চোখ পড়ে আরাধ্যার দিকে। সে নাকি অবাক হয়ে রেখার দিকেই তাকিয়েছিল। কিছু বলার আগেই আরাধ্যার মাথায় হাত রেখে নাকি আশীর্বাদ করেন রেখা। প্রথম দেখাতেই যে বচ্চন পরিবারের খুদে সদস্য রেখার মন জয় করে নিয়েছে তা এক কথায় মেনে নিচ্ছেন বলি মহলের একটা বড় অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE