টেলিপাড়ায় কার ভাগ্যের চাকা যে কখন ঘুরে যায়, বোঝা খুব মুশকিল। বিশেষত টিআরপি নম্বর আসার দিন মুখিয়ে থাকেন সকলে। কে এগিয়ে গেল আর কারা পিছিয়ে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে একটানা শীর্ষ স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। প্রতি দিন গল্পে নতুন নতুন মোড়। কী দেখা যাবে, দর্শকের মনে সারা ক্ষণই এই প্রশ্ন। তাই চলতি সপ্তাহেও প্রথম স্থানে তৃণা, ইন্দ্রজিৎ জুটির ধারাবাহিক। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে আবার উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। গত দুই সপ্তাহে প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নিলেও অন্য বারের থেকে পিছিয়ে পড়ছিল। কিন্তু আবারও পুরনো জায়গা কিছুটা ফিরে পেল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কাহিনি। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। এ সপ্তাহে তারা পেয়েছে ৭.৪।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বরং পিছিয়ে পড়েছে ‘ফুলকি’। তৃতীয় স্থানে নেমে এসেছে এই কাহিনি। চলতি সপ্তাহে ফুলকির পেয়েছে ৭.২। প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিক। গত কয়েক সপ্তাহ কখনও প্রথম স্থান কখনও আবার তৃতীয় স্থানে ঘোরাফেরা করেছে এই ধারাবাহিকের নম্বর। এ সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল রাঙামতীর কাহিনি। বরং নম্বর বেড়েছে ‘চিরসখা’ ধারাবাহিকের। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। সম্প্রতি ভোল বদলে দর্শকের সামনে ধরা দিয়েছেন ধারাবাহিকের নায়িকা ঊষসী রায়। অন্য সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। তারা পেয়েছে ৬.৮। আর ৬.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘চিরসখা’।