প্রতি সপ্তাহে চলে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সবটাই ওলটপালট হয়ে গিয়েছে। অনেকগুলো সপ্তাহ পরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ধারাবাহিকের অনেক গল্পে নতুন নতুন মোড় দেখা যাচ্ছে। যেমন এই মুহূর্তে ‘চিরসখা’য় কমলিনী এবং স্বতন্ত্রের বিয়ের টানটান পর্ব দেখা যাচ্ছে। নতুন গল্প প্রভাব ফেলেছে টিআরপি তালিকায়।
এক দিকে কমলিনী-স্বতন্ত্রের সংসার পাতার গল্প যেমন দর্শকের আগ্রহ বাড়িয়েছে, তেমনই আবার রায়ান-পারুলের কাহিনি অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যান্য সপ্তাহের তুলনায়। এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তারা পেয়েছে ৭.১। শিকে ছিঁড়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকেরও। একটা সময় শুধুই পাঁচ নম্বরে দেখা যেত এই ধারাবাহিকের নাম। তবে এই সপ্তাহে নম্বর অনেকটাই বেড়েছে আগের চেয়ে। ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। তিন নম্বরে নেমে গিয়েছে ‘পরিণীতা’। সেই সঙ্গে তাদের নম্বরও কমে গিয়েছে কিছুটা।
আগের সপ্তাহে ‘পরিণীতা’ পেয়েছিল ৬.৮। এই সপ্তাহে সেই নম্বর কমে হয়েছে ৬.৪। গত কয়েক সপ্তাহে অনেকগুলো ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল। সেই তালিকায় ছিল ‘চিরসখা’, ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। শুরু হওয়ার এক সপ্তাহ পরেই টিআরপি তালিকায় প্রথম দিকে দেখা গিয়েছিল রাজনন্দিনী পাল অভিনীত এই ধারাবাহিক। কিন্তু কিছু দিন পরে আস্তে আস্তে কমতে শুরু করে নম্বর। কিন্তু এই সপ্তাহে পাশা পাল্টে গিয়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। একই স্থানে রয়েছে আরও দুই ধারাবাহিক। ‘চিরসখা’ এবং ‘জগদ্ধাত্রী’।
কমলিনী এবং স্বতন্ত্রের বিয়ে যে দর্শকের নজর কেড়েছে তারই প্রমাণ মিলেছে এই সপ্তাহে। আর গত তিন বছর ধরে টানা প্রথম পাঁচে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম জগদ্ধাত্রীও। এই তিনটি ধারাবাহিকই পেয়েছে ৬.২। পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তাদের প্রাপ্ত নম্বর ৬.১।