বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় টানা দেখা গিয়েছিল জ়ি বাংলার বেশ কিছু ধারাবাহিকের নাম। চলতি সপ্তাহে সব যেন ওলটপালট হয়ে গেল। এই সপ্তাহেই স্টুডিয়োপাড়ার অন্দরে বিস্তর ঝামেলা হয়েছে। কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম— ‘চিরদিনই তুমি যে আমার’। এত ঝামেলার পরে কত নম্বরে রইল এই ধারাবাহিক?
প্রথম পাঁচে থাকা অনেক ধারাবাহিকই এই সপ্তাহে ছিটকে গিয়েছে। কিন্তু যে দুই ধারাবাহিক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তারা নিজেদের জায়গা ধরে রেখেছে টিআরপি তালিকায়। এক দিকে যেমন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্বের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘চিরদিনই তুমি যে আমার’। তেমনই অন্য দিকে সম্প্রচারের সময় পরিবর্তন হওয়ায় অন্দরের গুঞ্জন এই বুঝি শেষের পথে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। সব চর্চা, বিতর্ক পেরিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিকই।
নিজেদের জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.১ পেয়ে এই সপ্তাহে প্রথমে রয়েছে এই ধারাবাহিক। অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’র। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তিরন্দাজ’। কয়েক সপ্তাহ আগে একটানা পাঁচে দেখা যেত এই ধারাবাহিকের নাম। এই সপ্তাহে নম্বর কিছুটা বৃদ্ধি পেয়েছে। ৬.৯ পেয়ে দ্বিতীয় স্থানে এই কাহিনি।
চলতি সপ্তাহেই ঘোষণা হয়েছে এখন থেকে বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। সময় পরিবর্তন হওয়ায় একাংশ খুবই চিন্তায় ছিল। ভেবেছিলেন, তা হলে তো টিআরপি অনেকটাই কমে যাবে। যদিও এই সপ্তাহে সে ভাবে কোনও প্রভাব পড়েনি। তৃতীয় স্থানে রয়েছে এই কাহিনি। তারা পেয়েছে ৬.৫।
প্রথম স্থানে থাকা ‘পরিণীতা’ এ বার চতুর্থ স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। আর পঞ্চম স্থানে রইল ‘চিরদিনই তুমি যে আমার’। নায়ক পরিবর্তন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এই ধারাবাহিকের। সেই বিতর্কের আঁচ দেখা গেল না টিআরপি তালিকায়। ৬.১ পেয়ে পঞ্চমে রয়েছে এই ধারাবাহিক।