গত বছর আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার জাঁকজমকপূর্ণ বিয়ে হয়েছে যোধপুরের প্রাসাদে। তারপর থেকে একাধিকবার ভাইরাল হয়েছে প্রিয়ঙ্কা ও নিকের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। নিককে বিয়ে করে এখন আমেরিকায় রয়েছেন প্রিয়ঙ্কা। গতকাল তিনি নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেছেন। তারপর ভাইরাল হয়েছে সেটিও।
সেই ছবিতে দেখা যাচ্ছে নিকের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছেন প্রিয়ঙ্কা। শোয়ার ঘরে প্রিয়ঙ্কাকে আদরের ভঙ্গিতে ধরে রয়েছেন নিক। সঙ্গে ক্যাপশন ‘হোম’।
তবে ছবিটি ভাইরাল হতেই একটি প্রশ্নে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তাঁদের এই ব্যক্তিগত মুহূর্তের ছবিটি তুলল কে?
Home 😍 pic.twitter.com/icQb1FCiPy
— PRIYANKA (@priyankachopra) February 4, 2019
ছবিটির উত্তরে অনেকেই এই প্রশ্নটি তুলেছেন। কেউ কেউ আবার কয়েকধাপ এগিয়ে আন্দাজ করেছেন বিভিন্ন নাম। যেমন পিআর? কাজের লোক? জন সেনা? অ্যালেক্সা? কেউ সিসিটিভি ফুটেজ বলেও কটাক্ষ করেছেন। তবে এই প্রশ্নের এখনও কোনও উত্তর দেননি প্রিয়ঙ্কা।
Who is the third person taking photos? https://t.co/8AbG9g0CRc
— Sidin (@sidin) February 4, 2019
আরও পড়ুন: ইমনের পাশে এ ভাবেই দাঁড়ালেন সোমলতা-লোপামুদ্রারা
Cctv footage?
— shilpi tewari (@shilpitewari) February 4, 2019
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্তসেলেব্রিটি গসিপপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)