শুক্রবার ছিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্মদিন। তিন বছরে পা দিল সে। লন্ডন থেকে ফিরতি বিমানেই জন্মদিন পালন হয়েছে তার। এর পর মুম্বই বিমানবন্দরে নামার পরই সকলে আব্রামকে শুভেচ্ছা জানান। তখন বাবার কথা মতো সকলকে ‘থ্যাঙ্ক ইউ’ বলে ছোটে খান।
ছোট ছেলের কীর্তি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাহরুখ। আইপিএল ম্যাচেও বাবার সঙ্গে নিয়মিত হাজির হয় ছোট্ট আব্রাম। এ বার বাবার মতোই সাধারণ মানুষের মন জয় করতেও শিখে গেল সে।
#Abramkhan says thank you for the birthday wishes ^_^
— SRK Universe Iraq (@SRK_Universe_IQ) May 27, 2016
🙈🙈 pic.twitter.com/ctTSvZ12JN