অভিষেকের জন্মদিন বিদেশে সেলিব্রেট করার প্ল্যান আগেই করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সেই পরিকল্পনা মতোই গত বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে পাড়ি দিলেন অভিষেক-ঐশ্বর্যা। সঙ্গে ছিল আরাধ্যা বচ্চনও।
আগামী ৫ ফেব্রুয়ারি অভিষেকের ৪২তম জন্মদিন। তার গ্র্যান্ড সেলিব্রেশন হবে বিদেশে। কিন্তু পারিবারিক ছুটি কাটাতে ঠিক কোথায় গেলেন বচ্চন দম্পতি, তা নিয়ে মুখ খোলেননি কেউই। বলি মহলের একটা সূত্র বলছে, অস্ট্রেলিয়ায় গিয়েছেন অভিষেক-ঐশ্বর্যা। সিডনিতে অভিষেকের জন্মদিন পালন করবেন তাঁরা। আবার আর এক মহল বলছে, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া গিয়েছেন বচ্চন দম্পতি।
কিন্তু দেশের বাইরে অভিষেকের জন্মদিন পালনের কারণ কী? বলি মহলের গসিপ, বচ্চনদের পারিবারিক সমস্যার কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বর্যা!
আরও পড়ুন, ‘শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’
শোনা গিয়েছিল, শ্বেতার সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক নাকি একেবারেই ভাল নয়। আর অভিষেকের জন্মদিনে দিদিকে এড়িয়ে যাওয়ার জন্যই নাকি মুম্বইতে পার্টি দিতে চান না ঐশ্বর্যা।
আরও পড়ুন, আপনার স্বামীর নাম? উত্তর দিলেন কাঞ্চনা
তবে কোনও কোনও মহল বলছে, বচ্চন পরিবারের অন্দরের সমস্যা নয়। দু’বছরের বিরতির পর আনন্দ এল রাইয়ের একটি ছবির শুটিং শুরু করতে চলেছেন অভিষেক। তার আগে একান্তে আরাধ্যা এবং ঐশ্বর্যার সঙ্গে তিনি সময় কাটাতে চান। সে কারণেই নাকি এই বিদেশ সফরের পরিকল্পনা!
বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন "
"