এক সপ্তাহ হল হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বয়স ৯২। যকৃৎজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় শহরের এক সরকারি হাসপাতালে। শেষ কয়েকদিন অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউ-তে রাখা হয়েছে। ডায়ালিসিস চলছে। একটু উন্নতি হলেই আবার ফিরিয়ে দেওয়া হবে ‘উডবার্ন’ ওয়ার্ডে। শহরের বিশিষ্ট ব্যক্তিরা দফায় দফায় দেখতে আসছেন পরিচালককে। কিছু দিন আগে এসেছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। এসেছিলেন বিমান বসু। রাজ চক্রবর্তী, সোহম এসেও দেখে গিয়েছেন।
বুধবার বিকেলে পরিচালককে দেখতে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। সেখানেই ঘটল বিপত্তি। মন্ত্রী পরিচালককে দেখতে ঢুকলেই তাঁর সঙ্গে আইসিইউ-এ ঢুকে পড়েন আরও ১০-১২ জন। ছবি তুলতে শুরু করেন তাঁরা। ভিডিয়ো করতে আরম্ভ করেন। এই ঘটনায় প্রবল বিরক্ত পরিচালকের স্ত্রী শ্রাবণী বণিক।