প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’। এই ছবি দিয়ে ২২ বছর পরে বাংলা ছবিতে আবার রাখি গুলজ়ার। পর্দায় তিনি পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা। ছবিতে এই প্রজন্মের নানা সমস্যার পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জীবনকথাও উঠে আসবে। উইন্ডোজ় প্রযোজনার গরমের ছুটির ছবি ঘিরে তাই বাড়তি আগ্রহ দর্শকমহলে। রাখিকে নিয়ে টিম ‘আমার বস’ যখন ছবির প্রচারে সারা শহর চষে ফেলছে, তখনই আনন্দবাজার ডট কমের কাছে খবর, বেহালার অশোকা এবং মেনকা সিনেমা হলে ছবিটি মুক্তি না-ও পেতে পারে। এমনটা ঘটলে শহরের একাংশের দর্শক ‘আমার বস’ দেখা থেকে বঞ্চিত হবেন।
এই ঘটনা শুধুই নন্দিতা-শিবপ্রসাদের ক্ষেত্রেই যে ঘটছে, এমন নয়। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ‘পুরাতন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ও মুক্তি পায়নি। কেন? জানতে যোগাযোগ করা হয়েছিল পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদের সঙ্গে।
তাঁর কথায়, “কিছু হলমালিকদের মধ্যে বোঝাপড়ার অভাবে দুঃখজনক ঘটনাটি ঘটতে চলেছে। অথচ হিন্দি ছবির ক্ষেত্রে এই ধরনের বোঝাপড়ার সমস্যা হয় না। যেমন, হিন্দি ছবি ‘রেড ২’ সমান ভাবে অশোকা, মেনকা, প্রিয়া, নবীনা-তে চলেছে। বাংলা ছবির ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। এর আগেও আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে।” তাঁর দাবি, ‘হামি’ ছবিটি নিজের শহরে সাতটি প্রেক্ষাগৃহে জায়গা পায়নি। তাঁর আরও আক্ষেপ, অশোকা এবং মেনকা হলে জায়গা না পেলে বেহালার পাশাপাশি, বজবজ, খিদিরপুর, ডায়মন্ড হারবার-সহ শহরের বড় অংশের দর্শক ছবিটি দেখতে পাবেন না। যা ছবির বাণিজ্যে ছাপ ফেলবে।
আরও পড়ুন:
এ-ও শোনা গিয়েছে, প্রথম সপ্তাহের লভ্যাংশ প্রযোজক এবং পরিবেশক ও হলমালিকদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। বাংলা ছবির ক্ষেত্রে এর অনুপাত ৫০:৫০। হিন্দি ছবির ক্ষেত্রে সেটিই নাকি ৬০:৪০। এটিও নাকি এই সমস্যার নেপথ্যে বড় কারণ। সত্যিই কি এ রকমই কিছু ঘটতে চলেছে? জিজ্ঞাসা করা হয়েছিল অশোকা-মেনকা সিনেমা হলের মালিক প্রবীর রায়কে। তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। বলেছেন, “আমার তরফ থেকে কোনও সমস্যা নেই। আমি উল্টে শিবুদার জন্য অশোকা হলে প্রাইম টাইম রেখে দিয়েছি। শিবুদাকে আপনাদের মারফত অনুরোধ জানাচ্ছি, দাদা যেন তাঁর পছন্দের সময় বেছে নেন।” প্রবীর নিজেও ব্যক্তিগত ভাবে শিবপ্রসাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
একই কথা বলেছেন প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্ত-ও। তাঁর কথায়, “কথা বলে সমস্তটাই মিটিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি শো পাচ্ছে ‘আমার বস’। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাই শিবুর সঙ্গে আলোচনা করে হয়তো আরও একটি শো ছবিটিকে ছেড়ে দেওয়া হবে।”