Advertisement
E-Paper

‘রামায়ণ’-এ সীতা হয়ে বলিউডে আসছেন সাই পল্লবী? সঙ্গে হৃতিক, রাম চরণ, প্রভাস! ব্যাপার কী?

অল্লু অরবিন্দ প্রযোজিত এক ছবিতে তারার হাট। ‘রামায়ণ’ অবলম্বনে নির্মীয়মাণ সেই ছবি দিয়েই বলিউডে আসবেন পল্লবী?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮
পৌরাণিক চরিত্রে অভিনয় করার প্রস্তুতিও শুরু করেছেন নায়িকা

পৌরাণিক চরিত্রে অভিনয় করার প্রস্তুতিও শুরু করেছেন নায়িকা ফাইল চিত্র

নতুন ছবি হবে ‘রামায়ণ’ অবলম্বনে, এমনই ঘোষণা করেছেন দক্ষিণের প্রযোজক অল্লু অরবিন্দ। সেই থেকে চর্চায় এই প্রকল্প। এই ছবি দিয়েই কি বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী? এত দিন তেলুগু, তামিল কিংবা মালয়ালম ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এ বার কানাঘুষো শোনা যাচ্ছে, তিনিই নাকি পরবর্তী ছবিতে রামচন্দ্রের স্ত্রী, সীতা হতে চলেছেন। পৌরাণিক চরিত্রে অভিনয় করার প্রস্তুতিও শুরু করেছেন নায়িকা, ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর মিলেছে। যদিও মুম্বইয়ের সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, ছবিটি এখনও প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। ফ্লোরে না ওঠা অবধি নিশ্চিত হওয়ার অবকাশ নেই।

শুধু পল্লবী নন, কিছু দিন আগে নাকি হৃতিক রোশন, রাম চরণ আর প্রভাসকে প্রস্তাব দিয়েছেন প্রযোজক। চরিত্রের খোঁজ চলতেই খবর জানাজানি হয়ে যায়। রণবীর কপূর, মহেশ বাবু, দীপিকা পাড়ুকোনকেও এই ছবিতে দেখা যেতে পারে। কারণ, তাঁদের নামও প্রস্তাব করা হয়েছে মূল চরিত্রে।

যদিও চিত্রনাট্যের কাজ এখনও শেষ হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হতে পারে।

Sai Pallavi Ramayan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy