Advertisement
E-Paper

দুর্গতদের পাশে তরুণ তুর্কিরা

লকডাউন শুরুর পর থেকেই শহরে-গ্রামে অনেক মানুষই দু’বেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০০:৫০
সাহায্যের হাত বাড়ালেন ঋদ্ধি

সাহায্যের হাত বাড়ালেন ঋদ্ধি

করোনা আতঙ্কের মাঝেই আমপানের প্রলয় গ্রাস করেছে গোটা রাজ্যকে। শহরে ব্যাহত জল ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা। আর ডুবে গিয়েছে পানীয় জলের টিউবওয়েল। এই সঙ্গিন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন টলিউডের অনেকেই। প্রবীণ অভিনেতাদের পাশাপাশি নবীনরাও এই উদ্যোগে শামিল হয়েছেন।

গত সপ্তাহে ছিল ঋদ্ধি সেনের জন্মদিন। ওই দিনই মধ্যমগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রায় ৭০০ জন মানুষের হাতে খাবার তুলে দেন। লকডাউন শুরুর পর থেকেই শহরে-গ্রামে অনেক মানুষই দু’বেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না। তাঁদের মধ্যে যাঁদের রেশন কার্ডও নেই, তাঁদের জন্য এই উদ্যোগ। ঋদ্ধির কথায়, ‘‘এটা কোনও দান নয়। বরং‘প্রিভিলেজড’ হওয়ায় এটা আমার কর্তব্য।’’

আবার আমপানের দাপটে কলকাতা শহর যে ভাবে মুষড়ে পড়েছে, তা নাড়া দিয়েছে অমর্ত্য রায়কেও। ঝড়ের পরদিনই মা চৈতী ঘোষালের সঙ্গে গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে বসবাসকারী একাধিক পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন তাঁরা। এখনও অবধি একশো জনের বেশি মানুষের অন্ন সংস্থান করেছেন মা-ছেলে।

আগামী দিনে তাঁদের সাহায্যের জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

Coronavirus Lockdown Cyclone Amphan Cyclone Tollywood Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy