গীতা বসরা আর হরভজন সিংহর বিয়ের আসর থেকে এই তো সেদিন এক সঙ্গে বাড়ি ফিরেছিলেন হেজেল কিচ আর যুবরাজ সিংহ। তার পরেই সুসংবাদটা দিলেন যুবরাজ নিজেই! টুইটারে জানালেন, অবশেষে হেজেল কিচের সঙ্গে বাগদান পর্বটি সেরে ফেলেছেন তিনি!
জানা গিয়েছে, বাগদানের সময়ে হেজেল আর যুবরাজ ছিলেন বালিতে। সেখানেই ছিমছাম ভাবে, সবার চোখের আড়ালে এক সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার করলেন তাঁরা।
বাগদানের আংটি দেখাচ্ছেন হেজেল কিচ।
এর পরেই বিয়ের পালা! খবর এসেছে, খুব বেশি দেরি করছেন না যুবরাজ। সামনের ফেব্রুয়ারিতেই বিয়েটাও সেরে নেবেন তিনি! কথা আছে, প্রথা মেনে বিয়ে হবে চণ্ডীগড়ের ফতেহপুর সাহিব জেলার হংসালিওয়ালি গুরুদ্বারে।
এখনও যদি বিশ্বাস না হয়, তবে হেজেলের ছবিটা দেখুন! তাঁর হাতের বাগদানের আংটিই তো বলে দিচ্ছে মনের কথা!
ছবি: টুইটার।
দেখুন গ্যালারি: কে এই হেজেল কিচ?
দেখুন গ্যালারি: খেলোয়াড় আর বলি-সুন্দরী