ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন বেতার উপস্থাপক মহওয়াশ। আইপিএল শুরু হওয়ার পর থেকে সেই জল্পনা আরও বাড়ে। প্রায় প্রতিটি ম্যাচে পঞ্জাব কিংস-এর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে মহওয়াশকে। শুধু তা-ই নয়, ক্রিকেটতারকাদের বাসেও দেখা গিয়েছে তাঁকে।
ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরই বেতার উপস্থাপক মহাওয়াশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ক্রিকেটতারকার। ফলে রাতারাতি শিরোনামে চলে আসেন বেতার উপস্থাপক। যদিও অনেকেই বলেছেন যুজবেন্দ্রের কারণে এতটা প্রচারে তিনি। সমালোচকদের তীব্র কটাক্ষ করতে ছাড়েননি মহওয়াশও। এ বার ‘প্রেমিক’-এর জন্য কোন কাণ্ড ঘটালেন?
ভালবাসার মানুষের জন্যই খেলার প্রতি অনুরাগ বেড়েছে মহওয়াশের। তিনি এ বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টেনের জন্য একটি ক্রিকেটদলের মালিকানা নিলেন। যদিও কোন দল কিনেছেন সেটা এখনও জানাননি। মোট ৮টি দল নিয়ে অগস্ট মাসের শেষে শুরু হবে এই প্রতিযোগিতা।
মহওয়াশের সঙ্গে চহলের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে সমাজমাধ্যমে ‘ঘর-ভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি, চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও নানা ইঙ্গিত দিয়েছেন। যদিও মহওয়াশ দিনকয়েক আগেই জানান, লোকের কথায় পাত্তা দিতে নারাজ তিনি।