মাত্র কয়েক মাস হল সংসার পেতেছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। তাঁদের নতুন জীবনের কিছু ঝলক মাঝে মাঝেই পাওয়া যায় সমাজমাধ্যমের পাতায়। সম্প্রতি একসঙ্গে একটি নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছিলেন অভিনেতা। তার পরেই নায়কের আচমকা একটি লেখায় দানা বেঁধেছে অনেক সন্দেহ। খুবই ছিমছাম ভাবে শার্লির সঙ্গে আইনি বিয়ে সারেন অভিষেক। নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি। এর মধ্যেই নায়ক সাদা কালো একটি ছবি পোস্ট করে লিখেছেন, "কোনও কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়।"
আরও পড়ুন:
এই লেখা পড়ে অনেকের মনে অনেক প্রশ্ন জন্মেছে। কেউ কেউ আবার সম্পর্ক ভাঙার আঁচ করেছেন। ভাবছেন, এই বুঝি শার্লির সঙ্গে সংসার ভাঙল। সত্যি কী? তা এখনও খোলসা করেননি নায়ক। সূত্র বলছে,বাকি অভিনেতাদের মতো তিনিও নতুন কোনও ব্যবসা শুরু করতে চলেছেন। বিয়ের পর কি নায়ক উপলব্ধি করলেন শুধু অভিনয় নয় পাশাপাশি অন্য রোজগারের পথ থাকাও জরুরি। তাই কি এই পোস্ট করেছেন? যেখানে ক্যাপশনে লেখা, "বিশেষ কিছু আসতে চলেছে।" অর্থাৎ সম্পর্ক ভাঙার সঙ্গে আদপে কোনও সংযোগ নেই তা আন্দাজ করা যায়। এই মুহূর্তে অভিষেককে দর্শক দেখছেন 'ফুলকি' ধারাবাহিকে। আর শার্লি ব্যস্ত 'তুই আমার হিরো' ধারাবাহিকের শুটিং নিয়ে।