Advertisement
E-Paper

পুরস্কারেও দঙ্গল-কন্যাকে নিয়ে উচ্ছ্বাস নেই কাশ্মীরে

মাস তিনেক আগে টুইটারে তাকে লিখতে হয়েছিল, ‘‘মনে রাখবেন আমি ১৬ বছরের এক কিশোরী। আশা করি মানুষ আমায় ক্ষমা করবেন। যা করেছি তার জন্য গর্বিত নই।’’ আজ অন্তত গর্বিত হতে তার বাধা নেই। সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কারটা সে-ই পাচ্ছে। কাশ্মীরের জাইরা ওয়াসিম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৩১
জাইরা ওয়াসিম (সেরা সহ অভিনেত্রী)

জাইরা ওয়াসিম (সেরা সহ অভিনেত্রী)

মাস তিনেক আগে টুইটারে তাকে লিখতে হয়েছিল, ‘‘মনে রাখবেন আমি ১৬ বছরের এক কিশোরী। আশা করি মানুষ আমায় ক্ষমা করবেন। যা করেছি তার জন্য গর্বিত নই।’’

আজ অন্তত গর্বিত হতে তার বাধা নেই। সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কারটা সে-ই পাচ্ছে। কাশ্মীরের জাইরা ওয়াসিম। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে।

আজ জাইরা বলেছে, ‘‘প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়ে আমি সম্মানিত। বিচারকমণ্ডলী এবং দঙ্গল-এর গোটা দলের কাছে ঋণী। আমার পরিবার, আমির স্যার, নীতেশ স্যারের (পরিচালক নীতেশ তিওয়ারি) কাছেও কৃতজ্ঞ আমি।’’ ওমর আবদুল্লা টুইটারে লিখেছেন, ‘‘জাইরাকে অভিনন্দন।’’ জম্মু ও কাশ্মীর সরকারের তরফেও এসেছে শুভেচ্ছাবার্তা।

গত জানুয়ারিতে রাজ্য সরকারই প্রকাশ করেছিল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে জাইরার সাক্ষাতের ছবি। তার পরেই কিশোরীর টুইটার অ্যাকাউন্ট নিন্দায় ছয়লাপ। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীর তখন ফুটছে। জাইরার ওয়ালে লেখা হয়, ‘‘উপত্যকায় জুলুম চালানো অপরাধীদের সঙ্গে দেখা করছ কেন?’’

আরও পড়ুন: অপরাধ ভুলে ওরা মঞ্চে আজ রামকৃষ্ণ-বিবেকানন্দ

আজও জাইরার পুরস্কার নিয়ে আম কাশ্মীরিদের খুব একটা উচ্ছ্বাস নেই। শ্রীনগরের এক বাসিন্দা বললেন, ‘‘অসময়ে বন্যা হতে বসেছে কাশ্মীরে। সঙ্গে তুষারপাত। এখানে কারও ও সব নিয়ে ভাবার সময় নেই।’’

প্রশ্নগুলো উঠছে এখানেই। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলেও কি আজ জাইরাকে নিয়ে মাতামাতি করত উপত্যকা? সেনা-সিআরপি যার অধীন, সেই কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরস্কার গ্রহণ করে সে ফের রাজ্যবাসীর ভর্ৎসনার মুখে পড়বে না তো! রাজনৈতিক পর্যবেক্ষদের একাংশের ব্যাখ্যা, জাইরাকে পুরস্কার দিয়ে নরেন্দ্র মোদী সরকার বার্তা দিল, কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। ক’দিন আগে মোদী বলেছিলেন, কাশ্মীরি যুবকদের বেছে নিতে হবে তাঁরা সন্ত্রাস চান, না পর্যটন।

আজও তিনি বোঝালেন, ‘ভাল কাশ্মীরিদের’ এ ভাবেই সম্মানিত করবে তাঁর সরকার।

আজ জাইরার টুইটার ওয়ালে খুব একটা লেখালেখি নেই। এক সাংবাদিক টুইট করেছিলেন, ‘‘পদবি ‘খান’ বলেই দঙ্গলের জন্য জাতীয় পুরস্কার পেলেন না আমির।’’

জাইরা সেখানে লিখেছে, ‘‘ঘৃণা ছড়াবেন না। পুরস্কারে অভিনেতাদের কিছু এসে-যায় না।’’

জাইরা কি সম্প্রীতির বার্তা দিল? না নিজেকে বাঁচাতেই কিছুটা কমাতে চাইল পুরস্কারের গুরুত্ব? চর্চা কিন্তু চলছে। তার ওই টুইটের নীচেই এ বার জমছে অনেকের টুইট— ‘ঠিক বলেছো জাইরা!’

সেরা শিরোপা

• সেরা ছবি: কাসভ (মরাঠি)

• সেরা হিন্দি ছবি: নীরজা

• শ্রেষ্ঠ পরিচালনা: রাজেশ মাপুস্কর (ভেন্টিলেটর, মরাঠি)

• সেরা অভিনেতা: অক্ষয় কুমার (রুস্তম)

• সেরা অভিনেত্রী: সুরভি লক্ষ্মী (মিন্নামিনুনগু, মালয়ালম)

• শিশুদের সেরা ছবি: ধনক

• বিশেষ উল্লেখ: সোনম কপূর

Zaira Wasim National Film Awards Best Supporting Actress Dangal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy