মঙ্গলবার অসমের সোনাপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সঙ্গীতশিল্পী জ়ুবিন গার্গের। এ দিনও লাখো মানুষ অসমের রাস্তায় নামেন জ়ুবিনকে শেষবার চোখের দেখা দেখবেন বলে। অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জ়ুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। তবে ‘জনতার তারকা’ জ়ুবিনকে ফের দেখা যাবে, এ বার বড়পর্দায়। কী জানালেন স্ত্রী গরিমা শইকীয়া?
আরও পড়ুন:
গরিমা জানান, জ়ুবিন মৃত্যুর আগে তাঁর ছবি ‘রই রই বিনালে’ নিয়ে ব্যস্ত ছিলেন। ছবির শুটিং শেষ হয়ে গেলেও বাকি ছিল ডাবিং। ভেবেছিলেন সিঙ্গাপুর থেকে ফিরে সেই কাজে হাত দেবেন। কিন্তু সেটা আর পারলেন না। আক্ষেপের সুরে গরিমা বলেন, ‘‘জ়ুবিন ডাবিংটা নিজে করতে চেয়েছিল। সেটা হল না। তবে ছবিটা ৩১ অক্টোবর মুক্তি পাক, এমনই ইচ্ছে ছিল জ়ুবিনের। আমরা চেষ্টা করছি সব কাজ শেষ করে ৩১ তারিখে ছবিটা মুক্তি দেওয়ার।’’ ছবিতে জ়ুবিনকে গায়কের চরিত্রেই দেখা যাবে। গায়কের স্ত্রী জানান, ছবি নিয়ে ভীষণ রকম আবেগপ্রবণ জ়ুবিন। গরিমা বলেন, ‘‘আমি চেষ্টা করব ওর ধারা এগিয়ে নিয়ে যাওয়ার।’’