Advertisement
E-Paper

রাহুলের থেকে টিপস নেব কেন

‘বিগ বস’-এ আজ ঢুকছেন ডিম্পি গঙ্গোপাধ্যায় মহাজন। কথা বললেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত-র সঙ্গে।টাকা আর প্রচার তো পাওয়াই যায়। কালার্স-এর ‘বিগ বস’য়ের এই মঞ্চটা পরবর্তী জীবনে আমার পোর্টফোলিওতে সাহায্য করবে। এত দিন লোকে আমাকে মিসেস ডিম্পি রাহুল মহাজন বলে জানত। এই শো-তে এসে প্রমাণ করতে চাই যে আমার অস্তিত্ব বজায় রাখতে অন্য কাউকে প্রয়োজন নেই।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ০০:০০

ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ‘বিগ বস’ যেতে কেন রাজি হলেন? টাকা, প্রচার, না কাজ পাওয়ার সুযোগ?

টাকা আর প্রচার তো পাওয়াই যায়। কালার্স-এর ‘বিগ বস’য়ের এই মঞ্চটা পরবর্তী জীবনে আমার পোর্টফোলিওতে সাহায্য করবে। এত দিন লোকে আমাকে মিসেস ডিম্পি রাহুল মহাজন বলে জানত। এই শো-তে এসে প্রমাণ করতে চাই যে আমার অস্তিত্ব বজায় রাখতে অন্য কাউকে প্রয়োজন নেই।

আপনার ম্যারিটাল স্টেটাসটা কী?

আমরা ডিভোর্স ফাইল করেছি। আপাতত সেপারেটেড।

হৃতিকের থেকে সেপারেশনের সময় রোশন পদবিটা সুজান পাল্টে খান লিখতেন। আপনি কী লিখছেন?

এখনও আমি ডিম্পি গঙ্গোপাধ্যায় মহাজন হিসেবেই সই করি। তবে আমি চাই লোকে আমাকে ডিম্পি গঙ্গোপাধ্যায় হিসেবেই চিনুক।

কেন মনে হয় ‘বিগ বস’ জিতবেন?

‘বিগ বস’ অনেকটা প্রেশারকুকারের মতো। রিয়্যালিটি টেলিভিশন বা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রেশার হ্যান্ডেল করা আমার কাছে সহজ। আমি ভাঙব তবু মচকাব না। মাথা নত করব না।

ঝগড়াতে নিজেকে ১০-য়ে কত দেবেন?

চেনাজানা লোক হলে ফাটিয়ে ঝগড়া করি। সেখানে আমি ১০-য়ে ১০। একটা পয়েন্ট অবধি সহ্য করি। তার পর ছেড়ে কথা বলি না।

বিতর্কে নিজেকে কত দেবেন?

আমাকে আলাদা করে কোনও বিতর্ক তৈরি করতে হয়নি। কিছু না করেও বিতর্কে জড়িয়ে পড়ার একটা ঈশ্বরদত্ত ক্ষমতা আছে আমার! (হাসি)

বিতর্ক ছাড়া কি ফাঁকা ফাঁকা লাগে?

কেউ কি চায় জীবনটা ঘেঁটে যাক?

রিয়্যালিটি শো-তে বিয়ে করলে সেটা কি টিকতে পারে?

বিয়ে টেকাটা ভাগ্যের ব্যাপার। আমার বিয়েটা টেকেনি। তবে অন্যদের টিকতেই পারে। কোথায় গিয়ে কে প্রেমে পড়বে, সেটা আমি বলার কে?

টিআরপি বাড়ানোর জন্য ‘বিগ বস’য়ে অনেকে ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেন। আপনি সেটা করবেন?

ওটা ক্লোজড চ্যাপ্টার। স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাই না।

আর ‘বিগ বস’য়ে প্রেম?

প্রেমে লোকে পড়তেই পারে। তবে আমার সে মানসিকতা এখনও নেই।

২০০৮-এ রাহুল ‘বিগ বস’য়ের প্রতিযোগী ছিলেন। আপনাদের সম্পর্ক এখন যেখানে দাঁড়িয়ে, ওঁর থেকে কোনও টিপস নিতে পারবেন?

জেতার কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই। তা হলে রাহুলের থেকে টিপস নেব কেন? কারও টিপস দরকার নেই। বাড়িতে ঢুকে নিজেই যুঝে নেব। মনে হয় না প্রীতমের সঙ্গে কখনও ঝগড়া করতে পারব। ও খুব মজাদার। আর যদি জানতে চান এখনও রাহুলের সঙ্গে যোগাযোগ আছে কি না, তা হলে বলি আমরা এখনও বন্ধু।

ananda plus dimpi gangopadhay mahajan dimpi gangopadhay dimpi mahajan interview priyanka dasgupta big boss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy