পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুক্তিই পায়নি ‘ধুরন্ধর’ ছবিটি। অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর। খবর, এ বার পাকিস্তানের করাচিতেও নাকি নিষিদ্ধ হতে পারে ছবিটি।
খবর, দিন দুই আগে করাচির এক আদালতে ছবির বিরুদ্ধে একটি পিটিশন দায়ের হয়েছে। অভিযোগ করা হয়েছে, রণবীর সিংহ অভিনীত ছবিতে অনুমতি ছাড়াই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পতাকা এবং দলীয় সমাবেশের ফুটেজ অবৈধ ভাবে ব্যবহার করা হয়েছে। পিপিপি-কে একটি সন্ত্রাসবাদ সমর্থক দল হিসাবে চিত্রিত করার অভিযোগও আনা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশ, করাচির জেলা ও দায়রা জজ আদালতে (দক্ষিণ) পিপিপি কর্মী মোহাম্মদ আমির এই পিটিশনটি দায়ের করেন।
জানা গিয়েছে, পিটিশনে ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং এর প্রচার ও প্রযোজনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি উঠেছে।