Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
Cancer Treatment

৩০ দিনেই ধ্বংস হবে ক্যানসারের কোষ, বাঁচবেন রোগী! চিকিৎসা বিজ্ঞানে আসতে চলেছে নয়া মোড়

সম্প্রতি গবেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে এমন একটি মডেল আবিষ্কার করেছেন, যা ৩০ দিনেই ক্যানসারের মতো মারণরোগ সারিয়ে তুলতে পারে। কী ভাবে তা সম্ভব?

AI develops cancer treatment in just 30 days, predicts patients’ life expectancy based on medical notes

ক্যানসার চিকিৎসায় নয়া দিশা। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৩:৪১
Share: Save:

চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা নিয়ে গবেষণা চলছে বিস্তর। কী ভাবে এই পদ্ধতিকে হাতিয়ার করে চিকিৎসা বিজ্ঞানকে আরও উন্নত করা যায়, সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি গবেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে একটি মডেল আবিষ্কার করেছেন, যা ৩০ দিনেই ক্যানসারের মতো মারণরোগ সারিয়ে তুলতে পারে। গবেষকদের দাবি, এই এই মডেল চিকিৎসকদের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে ক্যানসার রোগীর আয়ুর বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারে।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ফার্মা’ নামক এআই ড্রাগ মডেল ব্যবহার করে হেপাটোসেলুলার কার্সিনোমা (এইচসিসি) নামক রোগের চিকিৎসা নিয়ে গবেষণা চালাচ্ছেন। এইচসিসি লিভার ক্যানসারের একটি ধরন। ফার্মার সাহায্যে এমন একটি ওষুধের সন্ধান মিলেছে, যা ৩০ দিনের মধ্যেই ক্যানসার কোষ ধ্বংসের কাজ শুরু করে। এই সিস্টেম রোগীর বয়সকাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী করছে, তা ৮০ শতাংশ ঠিক, এমনই মত ব্রিটিশ কলাম্বিয়া এবং বিসি ক্যানসার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের।

AI develops cancer treatment in just 30 days, predicts patients’ life expectancy based on medical notes dgtl

সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে, ২০২০ সালে ৪৬টি দেশে অধিকাংশ মৃত্যুর কারণ লিভার ক্যানসার। ছবি: সংগৃহীত।

তবে এই এআই মডেল এখনই বাজারে আসবে কি না, তা নিয়ে গবেষকরা কিছু জানাননি। এখন তাঁদের চূড়ান্ত পর্যায়ের গবেষণা চলছে।

সাম্প্রতিকতম একটি সমীক্ষা জানাচ্ছে, ২০২০ সালে ৪৬টি দেশে অধিকাংশ মৃত্যুর কারণ লিভার ক্যানসার। ২০৪০ সালের মধ্যে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বার্ষিক ৫৫ শতাংশ। ‘জার্নাল অফ হেপাটোলজি’ নামক মেডিক্যাল পত্রিকায় এমনই একটি সমীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতি বছর বিশ্বব্যাপী লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা, শরীরের বেশি ওজন, টাইপ ২ ডায়াবিটিস— এমন কিছু কারণে ঝুঁকি বাড়ে লিভার ক্যানসারের। ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’-এর তথ্য অনুসারে ২০২০ সালে বিশ্বব্যাপী লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ। গবেষকদের মতে, লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ক্রমশ বাড়বে। ‘ফার্মা’ নামক এআই ড্রাগ মডেলটি বাজারে এলে এই মৃত্যুর হার অনেকটাই কমে যাবে, আশাবাদী বিজ্ঞানীরা।

অন্য বিষয়গুলি:

Cancer Cancer treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy