Advertisement
E-Paper

দিনে ৫-১০ মিনিট, একটি নির্দিষ্ট পদক্ষেপে চনমনে থাকবে শরীর, বাড়বে কাজের প্রতি একাগ্রতা

সুস্থ থাকতে অনেকেই নানা ধরনের পদক্ষেপ করেন। তার পাশাপাশি একটি সহজ কৌশল জানা থাকলে স্বাস্থ্য আরও ভাল থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:২৯
Doing this one thing every morning for just 10 minutes can unlock amazing health benefits

প্রতীকী চিত্র। ছবি: এআই।

স্বাস্থ্যকর অভ্যাস সার্বিক ভাবে স্বাস্থ্য ভাল রাখে। সুস্থ থাকতে অনেকেই সুষম আহার করেন। কেউ দিনে ১০ হাজার পা হাঁটার চেষ্টা করেন। আবার কেউ কেউ নিয়মিত শরীরচর্চাও করেন। এ সবের পাশাপাশি একটি বিশেষ পদক্ষেপ করতে পারলে শরীর ও স্বাস্থ্য আরও ভাল থাকবে।

সুস্থ থাকতে সূর্যালোক

ভারত গ্রীষ্মপ্রধান দেশ। সেখানে গরমের সময়ে দিনের একটা বড় অংশ ঘরের মধ্যে কাটান। তার সঙ্গে সারা দিন চলে এয়ার কন্ডিশনার। যার ফলে অনেকেই যথেষ্ট সূর্যালোক পান না। অথচ চিকিৎসকেদের মতে, সূর্যালোক নানা ভাবে সুস্থ থাকতে সাহায্য করে।

কী কী উপকার

১) সকালে সূর্যালোকের সংস্পর্শে এলে, দেহে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। তার ফলে সারা দিনের একাগ্রতা বজায় থাকে।

২) সূর্যালোকের উপস্থিতিতে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রাও বৃদ্ধি পায়। মুড সুইং দূর করতে এবং মন ফুরফুরে রাখতে সাহায্য করে সেরোটোনিন।

৩) সারা দিনে দেহ পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে এলে ‘সার্কাডিয়ান সাইক্‌ল’ (দেহের নিজস্ব ‘ঘড়ি’) ঠিক থাকে। তার ফলে ঘুম থেকে উঠতে সুবিধা হয়। দেহে সূর্যাস্তের পর মেলাটোনিনের ক্ষরণ বৃদ্ধি পায় বলে রাতে ঘুমোতেও সুবিধা হয়।

কত ক্ষণ সূর্যালোকে থাকা দরকার

এর কোনও বাঁধাধরা নিয়ম নেই। তবে যাঁরা ব্যস্ত, তাঁদের ক্ষেত্রে দিনের মধ্যে ১০ মিনিট সূর্যালোকে থাকতে পারলেই উপকার পাওয়া সম্ভব।

Morning Habits healthy habits Lifestyle Tips Sunlight Sunlight Exposure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy