দু’মিনিট নুডলের চেয়েও চটজলদি খাবার৷ বানাতে হবে না, কেনো, ধোও, খাও৷ তবে সাধারণ ফাস্ট ফুডে যেমন উপকারের বালাই নেই, একটা রোল ও এক ক্যান নরম পানীয় খেলে বা চপ-কাটলেট-চাওমিন-ফুচকা খেলে শুধু ক্ষতিই হয়, প্রাকৃতিক ফাস্ট ফুড অত নির্মম নয়৷ অসুখ-বিসুখ অনুযায়ী কোনটা খাওয়া যায়, আর কোনটা নয় তা বুঝে, ভাল করে ধুয়ে একটু একটু করে চিবিয়ে খেলে প্রচুর উপকার হয়৷ কিন্তু উপকার আছে বলে লাগাম ছেড়ে খেতে শুরু করলে, স্বাভাবিক খাবার-দাবারের বদলে খেলে, চিবিয়ে খেতে সময় লাগে বলে রস বানিয়ে খেয়ে নিলে, অপকারের পাল্লা এত ভারী হয় যে তা উপকারকে ছাপিয়ে যায় বহু গুণ৷
উপকার বনাম অপকার
ফলে প্রচুর ফাইবার, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে বলে মাপমতো খেলে ওজন, প্রেশার, সুগার বশে থাকে৷ পুষ্টি হয় অঢেল৷ প্রচুর এনার্জি পাওয়া যায়৷ এমনকি, ২০১৭ সালে ‘প্লস-ওয়ান’ নামের বিজ্ঞান পত্রিকায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন রকম ফল মাপমতো খেলে মানসিক স্বাস্থ্যও ভাল থাকে৷ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সায় দিয়েছে তাতে৷ তারা বলেছে, নিয়মিত কম ক্যালোরির সুষম খাবার খাওয়ার পাশাপাশি ২-৩ কাপ ফল খেলে, বিশেষ করে কম মিষ্টি ফল, তা ইস্কিমিক হৃদ্রোগ ও তার রিস্ক ফ্যাক্টর তথা ওজন, প্রেশার, সুগার, কোলেস্টেরল, মানসিক চাপ, সব কিছুকে বশে রাখতে সাহায্য করে৷ প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে অসুখ-বিসুখ দূরে থাকে, ভাল থাকে ত্বক, চুল৷ পেট পরিষ্কার থাকে৷