ছ’মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ‘ফাইজার’-এর তিনটি টিকা দেওয়া হলে করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যাবে। আজ, সোমবার সংস্থার পক্ষ থেকে এমনই দাবি করা হল। এই সপ্তাহের শেষের দিকেই ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি আমেরিকার সরকারের কাছে পাঁচ বছর বয়সের নীচে শিশুদের টিকাকরণ শুরু করার আর্জি জানাবে।
আমেরিকায় করোনার হানা আবার বেড়েছে। এই পরিস্থিতিতে ৫ বছরের কম বয়সি শিশুদের টিকাকরণ শুরু হলে অবিভাবকদের উদ্বেগ কিছুটা হলেও কমবে।
অপর দিকে ‘মর্ডানা’ নামক আর এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ গরমেই তারা পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য দু’দফায় দেওয়ার মতো টিকা আনতে চলেছে।