সাম্প্রতিক করোনা-স্ফীতিতে দৈনিক সংক্রমণের হার ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। যদিও চিকিৎসকদের একাংশের অভিমত, ডেল্টার তুলনায় করোনার নতুন রূপ ওমিক্রন অনেক কম সক্রিয়। তবে তা বেশি সংক্রামক। ডেল্টার তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। ইতিমধ্যে প্রাপ্তবয়স্কদের দু’টি করে টিকা দেওয়া হয়ে গিয়েছে। ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধা এবং প্রবীণদেরও বুস্টার টিকা দেওয়া শুরু হয়েছে। যাঁরা আক্রান্ত হচ্ছেন, অধিকাংশ রোগীই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে রয়েছেন।
‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ অনুসারে মৃদু উপসর্গ হোক বা উপসর্গহীন, রোগীরা ১০ দিনের পরিবর্তে বাড়িতে ৭ দিন নিভৃতবাসে থাকলেই হবে।