Advertisement
২৪ এপ্রিল ২০২৪
COVID-19

Omicron Symptoms: করোনার দু’টি টিকা নেওয়া আছে? তবু ওমিক্রনের কোন উপসর্গ দেখা দিতে পারে

ওমিক্রন আক্রান্তদের মধ্যে অনেকেরই করোনার দু’টি টিকা নেওয়া আছে এবং তাঁরা এর আগেও এক বার করোনাতে আক্রান্ত হয়েছেন।

করোনার টিকা নেওয়া  পরেও ওমিক্রন হতে পারে।

করোনার টিকা নেওয়া পরেও ওমিক্রন হতে পারে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১১:২৭
Share: Save:

দেশ এবং রাজ্যে ক্রমশই উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। এই অন্ধকারে আশার আলো এই যে আগের দু’বারের তুলনায় সাম্প্রতিক করোনা স্ফীতিতে হাসপাতালগামী রোগীর সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। বেশিরভাগ করোনা রোগীই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে আছেন। চিকিৎসকদের মতে,ডেল্টার তুলনায় ওমিক্রন অপেক্ষাকৃত কম সক্রিয়। তাই বলে ওমিক্রন যে একেবারে থাবা বসাচ্ছে না, এমনটি নয়। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার পার করেছে। এমনকি যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকে আগেও করোনাতে আক্রান্ত হয়েছেন এবং দু’টি করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে।

‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’--এর তথ্য অনুসারে, টিকার প্রভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিংবা মৃত্যুর হার এ বার কম। তবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

ছবি: সংগৃহীত

একবার করোনা আক্রান্ত হয়েছেন এবং দু’টি টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ওমিক্রনের কী কী উপসর্গ বেশি দেখা যাচ্ছে?

১) গলা ব্যথা

২) গলায় জ্বালা

৩) হালকা জ্বর

৪) ক্লান্তি

৫) শরীরে ব্যথা

৬) রাতে হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া

৭) হাঁচি-কাশি

৮)সর্দি

৯) গা গোলানো

১০) বমি

১১) খিদে হ্রাস পাওয়া

উপরের কয়েকটি উপসর্গ দেখা দিলে এক বার করোনা হয়ে গিয়েছে বা টিকা নেওয়া আছে ভেবেঅবহেলা করবেন না। আগে লক্ষ্য রাখুন উপসর্গগুলি কত দিন স্থায়ী হচ্ছে। যদি দু’দিন থাকে তাহলে আর দেরি না করে পরীক্ষা করিয়ে নিন। ফলাফল পজিটিভ এলে নিভৃতবাসে থাকুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 Coronavirus Omicron Symptoms
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE