Advertisement
০৫ মে ২০২৪

অক্ষয়তৃতীয়ার দিন এই জিনিসগুলি দান করুন, জীবনকে মঙ্গলময় করে তুলুন

অক্ষয়তৃতীয়ার দিন যদি লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করা হয়, তা হলে সারা বছর তাদের কৃপা লাভ করা যায় এবং সংসারে আর্থিক উন্নতি সুখ শান্তি অক্ষয় থাকে। অনেক ব্যবসায়ী এই দিনে পয়লা বৈশাখের মতো হালখাতা করে থাকেন। এই দিন নতুন ব্যবসা শুরু করার বিশেষ শুভ দিন। এ ছাড়া অন্যান্য যে কোনও শুভ কাজ এই দিন করা যেতে পারে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০০:০৫
Share: Save:

বৈশাখ মাসের তৃতীয়া তিথির শুক্ল পক্ষে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। মনে করা হয় যে, এই দিন যে কোনও শুভ কাজ করলে অনন্তকাল তা অক্ষয় থাকে। ঠিক সেই রকম, যদি কোনও রকম অশুভ কাজ করা হয়, সেই কাজের পাপ বহন করতে হয় অনন্তকাল।

অক্ষয়তৃতীয়ার দিন যদি লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করা হয়, তা হলে সারা বছর তাদের কৃপা লাভ করা যায় এবং সংসারে আর্থিক উন্নতি সুখ শান্তি অক্ষয় থাকে। অনেক ব্যবসায়ী এই দিনে পয়লা বৈশাখের মতো হালখাতা করে থাকেন। এই দিন নতুন ব্যবসা শুরু করার বিশেষ শুভ দিন। এ ছাড়া অন্যান্য যে কোনও শুভ কাজ এই দিন করা যেতে পারে।

অক্ষয়তৃতীয়ার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায় সহজ কিছু উপায়ের মাধ্যমে—

• অক্ষয় তৃতীয়ার দিন সকাল বেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যথা সম্ভব কিছু দান করুন। এই দিন দান বা পূণ্য করলে সংসারে অত্যন্ত মঙ্গল হয়।

আরও পড়ুন: এই রাশির মানুষ জীবনে কখনও কারও নিয়ন্ত্রণে চলেন না

• এই দিন সোনা, রুপো বা যে কোনও ধাতুর কোনও জিনিস গৃহে ক্রয় করা অত্যন্ত শুভ।

• অক্ষয়তৃতীয়ার দিন রাধাকৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা দিন।

• এই দিন বিবাহিত মহিলারা সাধ্য মতো কয়েক জনকে আলতা ও সিঁদুর দান করুন।

• অক্ষয়তৃতীয়ার দিন তামার ঘট, নারকেল, সুপারি ও চন্দন কাঠ দান করুন।

• এই দিন সামর্থ মতো কিছু জামা কাপড় দান করুন। এর ফলে অত্যন্ত শুভ ফল ভাল করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akshaya Tritiya 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE