Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জীবনে সাফল্য পেতে এবং শনিদেবকে তুষ্ট করতে চলতি মাঘ মাসে করুন এই কাজগুলি

আমরা সকলেই জানি যে শনিদেবের কু-দৃষ্টি আমাদের জীবনে অশুভ ফল বহন করে। শনি দেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভীতিকর হোক না কেন, কিছু জায়গায় শনিদেবকে লোকহিতকর তালিকায় ফেলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে বা বাড়ির খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। মাঘ মাসে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা মেনে চললে শনিদেবের কু-দৃষ্টি থেকে বাঁচা যায় ও জীবনে সাফল্য আসে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share: Save:

আমরা সকলেই জানি যে শনিদেবের কু-দৃষ্টি আমাদের জীবনে অশুভ ফল বহন করে। শনি দেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভীতিকর হোক না কেন, কিছু জায়গায় শনিদেবকে লোকহিতকর তালিকায় ফেলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে বা বাড়ির খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। মাঘ মাসে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা মেনে চললে শনিদেবের কু-দৃষ্টি থেকে বাঁচা যায় ও জীবনে সাফল্য আসে।

কোন কোন জিনিস দিয়ে শনিদেবের পুজো করলে জীবনে সাফল্যের মুখ দেখা যায়? নীল বা কালো মাটির ঘট, নীল ফুল, নীল বস্ত্র, মাষ কলাই, কালো তিল, তিলের তেল, সরষের তেল, লোহা, গঙ্গাজল, দুধ প্রভৃতি।

মাঘ মাসে শনি দেবকে সন্তুষ্ট করার বিশেষ কিছু নিয়ম—

• মাঘ মাসে নিজের সঙ্গে কাজল রাখুন বা কাজল দান করুন। এটা মানা হয় যে, শনিদেব নিজে কাজল ব্যবহার করতেন। তাই কাজল রাখলে বা দান করলে তিনি খুব সন্তুষ্ট হন।

আরও পড়ুন: দু’একটি ক্ষেত্র বাদে ২০২০ সাল এই রাশির জীবনের সেরা বছর হতে চলেছে

• মাঘ মাসে শনিবার দিন কালো তিল দান করুন বা সঙ্গে রাখুন। এতে গ্রহরাজের কৃপা সর্বদা আপনার ওপর বজায় থাকবে।

• জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে মাঘ মাসে শনিবারে অড়হর ডাল দান করুন।

• মাঘ মাসে শনিদেবের কুপ্রভাব এবং রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য নিজের কাছে লোহা বা কাচের মার্বেল রাখুন।

• শনিদেবের কৃপা পেতে নীল এবং কালো বস্ত্র পরুন এবং দান করুন।

• যাঁদের সাড়ে সাতির যোগ চলছে, তাঁরা এই নিয়মগুলো মেনে চললে শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Magha Shanidev
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE