Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রবি গ্রহ কুপিত হলে কী করণীয়?

সাধারণত জ্যোতিষ অনুযায়ী দশা এবং গোচর বিচারের মাধ্যমে সময় ভাল না মন্দ ইত্যাদি বিচার করা হয়। এবং এটাই প্রচলিত নিয়ম। এই অবস্থায় যদি রবি গ্রহ কুপিত হয়ে থাকে তবে তা নিবারণের জন্য বিধি মেনে অন্তত দুই/তিন মাস ধরে নিয়মিত পালন করা যায় তবে সুফল লাভ করা যায়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

সাধারণত জ্যোতিষ অনুযায়ী দশা এবং গোচর বিচারের মাধ্যমে সময় ভাল না মন্দ ইত্যাদি বিচার করা হয়। এবং এটাই প্রচলিত নিয়ম। এই অবস্থায় যদি রবি গ্রহ কুপিত হয়ে থাকে তবে তা নিবারণের জন্য বিধি মেনে অন্তত দুই/তিন মাস ধরে নিয়মিত পালন করা যায় তবে সুফল লাভ করা যায়।

এখন দেখে নেওয়া যাক বিধানগুলিঃ—

১। বিষ্ণুর উপাসনা করতে হবে এবং হরি বংশ পুরাণ পাঠ করতে হবে।

২। প্রতিটি কাজ মিষ্টি খেয়ে ও জলপান করে শুরু করতে হবে।

৩। পিতৃ নিন্দা বা পিতৃ সমালোচনা করা চলবে না। মদ্যপান করা চলবে না।

৪। পিতাকে ভক্তিভরে প্রতি দিন সকালে ঘুম থেকে উঠেই প্রণাম করতে হবে। মৃত হলে তার ছবিকে চরণ মনে করতে হবে। রবিবার নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে। বহবান জলে গুড় ও তামার পয়সা ছুঁড়ে ফেলতে হবে।

৫। রবিবার বাদে প্রতি দিন একবার আখের গুড়ের সরবত পান করতে হবে।

৬। সৎ ব্রাহ্মণকে তামার বাসন ও লাল গম দান করতে হবে।

৭। শোবার ঘরের দরজার মুখ পূর্ব দিকে রাখতে হবে।

৮। বিল্ব মূল রবিবার ডান হাতের বাজুতে ধারণ করতে হবে।

আরও পড়ুন: জ্যোতিষের চোখে সুখী দাম্পত্য জীবনের জন্য যা প্রয়োজন

৯। মানিক্য রত্ন সোনা বা তামার আংটিতে ডান হাতের অনামিকায় ধারণীয়।

সূর্য মন্ত্রঃ ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়। জপ সংখ্যা ৬ হাজার বার।

গায়ত্রী- ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।

প্রণাম- ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।

ইষ্টদেবতা- মাতঙ্গী।

ধারণরত্ন- চুনী।

ধূপ- গুগগুল।

বার- রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashifal Ravi Rassi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE