Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bipadtarini puja

Bipadtarini Puja: বিপত্তারিণী ব্রত পালন করার উপকারিতা কী

বিপত্তারিণীর ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু আলাদা। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। এই পুজো সাধারণত জগন্নাথদেবের রথযাত্রা এবং উল্টোরথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার থাকে সেই সময় পালন করা হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০৮:২০
Share: Save:

জয় মা বিপত্তারিণী। ১৩ জুলাই মঙ্গলবার এবং ১৭ জুলাই শনিবার বিপত্তারিনী ব্রত উৎসব পালন করা হয়। এই ব্রত পালন করা খুবই মঙ্গলের কাজ। এই ব্রত প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই পালন করেন। বিপত্তারিণী ব্রত পালনের মাহাত্ম্য অনেকেরই জানা।

বিপত্তারিণীর ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু আলাদা। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। এই পুজো সাধারণত জগন্নাথদেবের রথযাত্রা এবং উল্টোরথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার থাকে সেই সময় পালন করা হয়। এই ব্রত থেকে মহিলারা যাতে বঞ্চিত না হন সেই কারণে এই ব্রত দু’দিন পালন করা হয়। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে সংসারের মঙ্গল হয়।

দেখে নিন নিয়মগুলো কী কী—

• বিপত্তারিণী ব্রত পালন করতে ১৩টি ফল, ১৩টি ফুল, ১৩টি সুপারি এবং ১৩ রকম নৈবেদ্য প্রয়োজন হয়।

• এই ব্রত পালন করার দিন চালের কোনও খাবার খাওয়া যাবে না। যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি।

• এই দিন মহিলাদের অবশ্যই আলতা, সিঁদুর পরতে হবে।

• এই ব্রতে লাল সুতোয় ১৩টি গিট বাঁধতে হয় এবং সেই সুতোয় ১৩টি দুর্বা বেঁধে দিতে হয়।

• এই দিন বাড়ির অন্য সদস্যরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন।

• ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও ১৩টা খেতে হবে।

এই ব্রতের উপকারিতা

এই ব্রত পালন করলে সংসার বিপদমুক্ত থাকে। মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ থেকে দূরে রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bipadtarini puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE