Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কী ভাবে হতে পারে মনের ইচ্ছাপূরণ ?

মনের ইচ্ছাগুলিকে পূরণ করার প্রাথমিক শর্ত হল ঠান্ডা মাথায় সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। যথাসম্ভব সত্য কথা বলতে হবে।

পার্থপ্রতিম আচার্য্য
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ০৪:০০
Share: Save:

প্রতিটি মানুষ তার মনের ইচ্ছাগুলিকে পূরণ করে নিজেদের ছোট-বড় স্বপ্নগুলিকে পূরণ করে পরিপূর্ণতা জীবন লাভ করতে চায়। জ্যোতিষ শাস্ত্র মতে যথাসম্ভব পরিপূর্ণ শান্তিপূর্ণ জীবন লাভের উপায় এবং জীবনকে ধনাত্নক করার উপায়গুলি দেখে নেওয়া যাক —
১। সদা সদর্থক আচরণ রাখা।
২। ঠান্ডা মাথায় সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে।
৩। ভুল স্বীকার করা।
৪। দ্বায়িত্ব নিতে শেখা।
৫। নিজের সীমাবদ্ধতা জানা।
৬। যে কোনও কাজ একাগ্র মনে করতে হবে।
৭। কথা রাখা সম্ভব হলে তবেই কথা দেওয়া উচিত।
৮। যথাসম্ভব সত্য কথা বলা।
৯। নিয়মানুবর্তী হওয়া।
১০। সময়ের মূল্য বোঝা।
১১। নিজের ইচ্ছা বা স্বপ্নকে স্থির করা।
১২। নিজের ইচ্ছাকে নিজের মধ্যে রাখা।
এছাড়াও আধ্যাত্মিক পথে ইচ্ছাপূরণ সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে -
১। প্রতিদিন ভোরে উদিত সূর্য দর্শন ও প্রার্থনা।
২। সকলের রাশি ও লগ্ন অনুযায়ী সৌভাগ্য বর্ধক মন্ত্র জপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

desire astrology ইচ্ছাপূরণ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE