Advertisement
০৭ মে ২০২৪
Nails

নখের উপর কালো বা সাদা দাগ কখন শুভ কখন অশুভ

হস্তরেখা বিচারের ক্ষেত্রে হাতের তালুতে বিভিন্ন রেখা বা চিহ্ন যেমন কাটা, ত্রিভুজ, তিল বা কোনও দাগের যেমন গুরুত্ব আছে ঠিক তেমনই নখের বিভিন্ন আকার বা নখের উপর বিভিন্ন দাগ, ছোপ ইত্যাদির গুরুত্বও অপরিসীম।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৭:৫০
Share: Save:

হস্তরেখা বিচারের ক্ষেত্রে হাতের তালুতে বিভিন্ন রেখা বা চিহ্ন যেমন কাটা, ত্রিভুজ, তিল বা কোনও দাগের যেমন গুরুত্ব আছে ঠিক তেমনই নখের বিভিন্ন আকার বা নখের উপর বিভিন্ন দাগ, ছোপ ইত্যাদির গুরুত্বও অপরিসীম।

আমরা বিভিন্ন সময় নখের উপর সাদা, কালো ইত্যাদি বিভিন্ন রঙের দাগ দেখতে পাই। এই দাগ জন্মগত বা সাময়িক হতে পারে। বিভিন্ন রঙের দাগ ভিন্ন কারণ নির্দেশ করে।

নখের উপর কালো দাগ বা ছাপ অপরিশোধিত রক্ত নির্দেশ করে। অর্থাৎ রক্ত পরিশোধন পদ্ধতি সংক্রান্ত ত্রুটি নির্দেশ করে। কালো দাগ বা ছাপ কখনই শুভ লক্ষণ বলা যায় না।

বৃহস্পতির (তর্জনী) আঙুলের নখে সাদা দাগ কিছু ক্ষেত্রে শুভ নির্দেশ করে।

বৃহস্পতির (তর্জনী) আঙুলের নখে কালো দাগ অশুভ ইঙ্গিত করে। এই দাগ অর্থহানি, কর্মহানি, সম্পর্কহানি বিশেষত বন্ধুত্বের সম্পর্কের হানি নির্দেশ করে।

শনির (মধ্যমা) আঙুলের নখের কালো দাগ ব্যবসায় ব্যর্থতা বা ক্ষতি, জল সংক্রান্ত বিপদ নির্দেশ করে। সাদা দাগ ব্যবসা বা কর্মক্ষেত্রে লাভ বা শুভত্ব নির্দেশ করে।

রবির (অনামিকা) আঙুলের নখে কালো দাগ অর্থহানি, সম্মানহানি, অপমান, ব্যর্থতা নির্দেশ করে। রবির আঙুলের নখে সাদা দাগ কর্মে সাফল্য, আর্থিক লাভ, সম্মান, নির্দেশ করে।

বুধের (কনিষ্ঠা) আঙুলের নখে কালো দাগ আয়ুর উপর অশুভ প্রভাব নির্দেশ করে।

বুধের (কনিষ্ঠা) আঙুলের নখে সাদা দাগ পরীক্ষায় সাফল্য নির্দেশ করে। ব্যবসা, আর্থিক ক্ষেত্রে সাফল্য দান করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nails
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE