Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেষ রাশির প্রেম ও দাম্পত্য সম্পর্ক

আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে দেখে নেওয়া যাক

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০০:০১
Share: Save:

আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে দেখে নেওয়া যাক-

মেষ পুরুষ ও মেষ নারীঃ-

মেষ রাশির পুরুষরা সাহসী, শৌর্য্য বীর্যের প্রতীক, দৃঢ়চেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন হন। পরস্পর স্নেহ মমতার বন্ধনে দৃঢ় ভাবে আবদ্ধ থাকতে এরা উভয়েই আগ্রহী ও প্রত্যাশী।

মেষ রাশির নারীরাও এই জাতির পুরুষদের যথেষ্ট পছন্দ করে। অল্প সময়ের মধ্যে এদের মধ্যে নিবিড়ভাবে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।

দু’জন দু’জনের স্বাধীন চেতনা ও ধ্যান ধারণা বাদ না দিয়েও সুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

মেষ মহিলারা ঘরকুনো হবে এমন ধারণা ঠিক নয়। এতে ভয়ের কিছু নেই।

মেষ পুরুষেরা সুন্দরের পুজারি। মেষ মহিলারা শিশু-বৎসল।

মেষ মহিলারা আবার কিছু কিছু বিষয় খুবই অপছন্দ করে। নিজেকে বিউটি পার্লারে সঁপে দেওয়া পছন্দ নয়। তার নিজের সৌন্দর্য চর্চায় অন্য কেউ নাক গলাবে বা হস্তক্ষেপ করবে। এটা পছন্দ করেন না।

দাঁতের ডাক্তারের কাছে যাওয়া এবং নিশ্চল হয়ে ফটোগ্রাফারের ক্যামেরার সামনে নিশ্চুপ বসে থাকা মেষ পুরুষেরা দারুণভাবে অপছন্দ করে।

কিছু ছোটখাটো মজার ব্যাপার নিয়ে মজা করার ক্ষেত্রে দুজনেই চমৎকার মানুষ। তবে ‘সম্পর্ক থাকা অবস্থায়’ কেউ যদি একই সঙ্গে অন্য পুরুষ বা মহিলার সঙ্গে ছোটোখাটো রসের আলাপ করতে চায় তবে কিন্তু অন্যজন ক্রোধে ফেটে পড়েন। এদের কারওই উচিত হবে না অন্যের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো কিছু করা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Love Marriage Relationships Aries Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE