Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফাল্গুন মাসের জাতকরা এই বিশেষ গুণের অধিকারী হন

জ্যোতিষবিদদের মতে, মানুষের জন্ম মাস তাঁর ভাগ্য ও ব্যক্তিত্ব নির্ধারণে সাহায্য করে। একই ভাবে সেই ব্যক্তির আচার আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য সবই বলে দেওয়া যায় জন্মসময়, জন্মবার ও জন্মমাস দেখে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share: Save:

জ্যোতিষবিদদের মতে, মানুষের জন্ম মাস তাঁর ভাগ্য ও ব্যক্তিত্ব নির্ধারণে সাহায্য করে। একই ভাবে সেই ব্যক্তির আচার আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য সবই বলে দেওয়া যায় জন্মসময়, জন্মবার ও জন্মমাস দেখে।

জ্যোতিষমতে দেখে নেওয়া যাক ফাল্গুন মাসে জাত ব্যক্তিরা ঠিক কেমন হন—

ফাল্গুন মাসের জাতকরা নিজেদের সমস্ত কাজ একটু গোপন ভাবে করতেই বেশি পছন্দ করেন। এঁরা বেশ সুশ্রী ও লম্বা দেহের হন। যে কোনও বিষয়ে খুব বেশি চিন্তাশীল হন।

এঁরা সব সময় নিজের থেকে কম সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষদের সঙ্গে মেলামেশা করতে বেশি পছন্দ করেন। এঁরা যে কোনও বিষয় পরিচালনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুন: দীর্ঘ দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন? পরিত্রাণ পেতে মেনে চলুন এই সব উপায়

ফাল্গুন মাসে জন্ম হলে সেই জাতক বন্ধুত্ব করতে খুব ভালবাসেন। এঁদের বন্ধুর সংখ্যা প্রচুর না থাকলেও যথেষ্ট সংখ্যক থাকে। এঁরা সাধারণের মধ্যে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে এঁরা সাধারণের কাছ থেকে অপমানিতও হন।

বেশ কম বয়সে এঁদের বিবাহ হয় এবং বিবাহিত জীবন বেশির ভাগ সময় অশান্তিতে কাটে। কাছের মানুষকে মনের কথা বোঝাতে এঁদের বেশ বেগ পেতে হয়।

জীবনে এঁদের প্রচুর পপিশ্রম করে বড় হতে হয়। জীবনে প্রথম দিকে অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে। তবে জীবনের মধ্য ভাগ থেকে এঁরা পরিস্থিতি সামলে উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হন।

বিলাসী মনোভাব সংযত করতে না পারলে এঁদের পক্ষে জীবনে অর্থের মুখ দেখা অসম্ভব। অতিরিক্ত উদার ভাব কাটিয়ে উঠতে হবে। এঁরা স্বভাবে খুব বিনয়ী ও ভদ্র হন। যে কোনও কাজ বা কথা খুব ভেবেচিন্তে করেন। কোনও পরিস্থিতিতেই এঁরা অমর্যাদাপূর্ণ কাজ কখনও করেন না। তবে জন্মছকে গ্রহ দোষ থাকলে কখনও কখনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart Phalguna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE