Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা কোন রাশির শুভ, কোন রাশির অশুভ

প্রথমত জেনে নেওয়া যাক বলয়গ্রাস সূর্যগ্রহণ কী? পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে শুধুমাত্র তার কেন্দ্রস্থলকে ঢেকে দেয়, তা হলে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে বালার মতো দেখায়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০০:০৬
Share: Save:

আগামী ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ।

প্রথমত জেনে নেওয়া যাক বলয়গ্রাস সূর্যগ্রহণ কী? পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে শুধুমাত্র তার কেন্দ্রস্থলকে ঢেকে দেয়, তা হলে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে বালার মতো দেখায়।

চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে বলয় গ্রহণ হবে। অমাবস্যার সময়ে এই ধরনের সূর্যগ্রহণ হয়। তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ এ সময় চাঁদ ভূকক্ষের সঙ্গে ৫ ডিগ্রি হেলে থাকে।

আসুন জেনে নেওয়া যাক বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি (ভারতবর্ষে খণ্ডগ্রাসরূপে দৃশ্য):

গ্রহণ স্পর্শ(আরম্ভ): সকাল ৮টা থেকে।

গ্রহণ মধ্য: সকাল ১০টা ৪৮ মিনিট থেকে।

গ্রহণ মোক্ষ(সমাপ্তি): দুপুর ১টা ৩৬ মিনিট থেকে।

বলয়গ্রাস আরম্ভ: সকাল ৯টা ০৬ মিনিট থেকে।

বলয়গ্রাস সমাপ্তি: সকাল ১২টা ২৯ মিনিট থেকে।

গ্রহণ স্থিতি: ৫ ঘণ্টা ৩৬ মিনিট।

আরও পড়ুন: রাশি অনুযায়ী প্রাপ্তিযোগে বাধা কাটাবেন কী করে

আসুন এ বার জেনে নেওয়া যাক কলকাতায় খণ্ডগ্রাস গ্রহণের সময়সূচি:

খণ্ডগ্রাস আরম্ভ: সকাল ৮টা ২৭ মিনিট থেকে।

গ্রহণ মধ্য: সকাল ৯টা ৫৩ মিনিটি

খণ্ডগ্রাস শেষ: সকাল ১১টা ৩২ মিনিট

গ্রহণ স্থিতি: ৩ ঘণ্টা ০৮ মিনিট।

গ্রাসমান: ০.৫৫৯

এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির গ্রহণ দর্শণ শুভ আর কোন কোন রাশির অশুভ:

এই গ্রহণ কর্কট, সিংহ, তুলা, বৃশ্চিক ও কুম্ভ রাশির দর্শনে শুভ। অবশ্য মঘা নক্ষত্র যুক্ত সিংহ রাশির দর্শন নিষিদ্ধ। এ ছাড়া অন্যান্য রাশির দর্শনে অশুভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Eclipse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE