Advertisement
০১ এপ্রিল ২০২৩
Astrology Tips

সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় না? তার উপরে গ্রহের প্রভাব কেমন, বুঝে নেওয়া জরুরি

কার কোন পেশা ভাল লাগবে, তা গ্রহের উপর নির্ভরশীল। যার জীবনের গ্রহের প্রভাব যেমন, সেই মতো কাজ বেছে নেন তিনি।

Astrological Tips: Things that you need to know to make your life better

আপনার সন্তানের জন্য কোন পেশা ভাল? ছবি: সংগৃহীত।

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৭:৪৬
Share: Save:

কর্ম বা পেশা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। একটা বয়সের পর থেকেই মানুষের মনে কর্ম সংক্রান্ত বিভিন্ন চিন্তা হতে থাকে। কোন ধরনের পেশার মাধ্যমে সে জীবন অতিবাহিত করবে ইত্যাদি। নিজের ভাল লাগার পেশা বিষয়ে ভাবতে থাকে। ভাল লাগা, ভালবাসা তৈরি হওয়া, কর্ম বিষয়ে ভাল লাগা বা আকর্ষণের কারণ গ্রহের প্রভাব।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে, শনি গ্রহ কর্ম কারক। শনি গ্রহের অবস্থান (নিজক্ষেত্রে, উচ্চস্ত বা নিচস্ত, বন্ধু বা শত্রু গৃহে) এবং শনি গ্রহের সহিত অন্য গ্রহের প্রভাব নির্দিষ্ট কর্মের প্রতি ভাল লাগা ভালবাসা বা আকাঙ্খা সৃষ্টি হওয়ার কারণ।

শনি গ্রহের সহিত কোন গ্রহের প্রভাব কেমন কর্ম নির্দেশ করে?

শনির সহিত রবির অবস্থান বা শনি রবির যৌথ প্রভাব– সরকারি কর্ম বা সরকার সম্পর্কিত কর্ম, পিতার পেশায় নিযুক্ত বা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

Advertisement

শনির সহিত মঙ্গলের অবস্থান বা শনি মঙ্গলের যৌথ প্রভাব প্রতিরক্ষা, পুলিশ, অগ্নি নির্বাপক সংস্থা, প্রযুক্তিবিদ্যা ইত্যাদি সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

শনির সহিত চন্দ্রের অবস্থান বা শনি চন্দ্রের যৌথ প্রভাব খাদ্য, দুগ্ধ, তরল সংক্রান্ত কর্ম বা ব্যবসা, ভ্রমণ সংক্রান্ত কর্ম নির্দেশ করে। শনি চন্দ্রের সংযোগ বা সমন্বয় কর্মে অনবরত পরিবর্তন করায়।

শনির সহিত বুধের অবস্থান বা শনি বুধের যৌথ প্রভাব ব্যবসা, হিসাব সংক্রান্ত কর্ম, বাঙ্কিং, ছাপা বা প্রকাশনা ইত্যাদি সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

শনির সহিত বৃহস্পতির অবস্থান বা শনি বৃহস্পতির যৌথ প্রভাব– শিক্ষকতা, আইন সংক্রান্ত কর্ম, উপদেষ্টা ইত্যাদি কর্ম নির্দেশ করে।

শনির সহিত শুক্রের অবস্থান বা শনি শুক্রের যৌথ প্রভাব– বিলাস দ্রব্য, শিল্পকলা, অর্থ সংক্রান্ত কর্ম, সঙ্গীত, চিত্র শিল্প, ইত্যাদি কর্ম নির্দেশ করে।

শনির সহিত রাহুর অবস্থান বা শনি রাহুর যৌথ প্রভাব অনৈতিক কর্ম, চলচ্চিত্র সংক্রান্ত কর্ম, বিদেশ সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

শনির সহিত কেতুর অবস্থান বা শনি কেতুর যৌথ প্রভাব ধর্মীয় কর্ম, ঔষধ, আয়ুর্বেদ ইত্যাদি সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.