Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নববর্ষের দিন জীবনে সুখ সমৃদ্ধিতে পালনীয় কর্ম

দেখে নেওয়া যাক শুভ নববর্ষের দিন পালনীয় কিছু নিয়মাবলী, যেগুলি পালনে মানুষের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে, যা শুভ নববর্ষের দিনে প্রতিটি মানুষের অবশ্য পালনীয়

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

বাংলার মানুষ সারা বছর বিভিন্ন কাজে, যেমন চাকরি, ব্যবসা, শিক্ষা, ইত্যাদি ক্ষেত্রে ব্যস্ত থাকে। যাঁরা ব্যবসাজীবী, তাঁদের সারা বছরই গ্রাহকদের সঙ্গে লেনদেন হয়। তাঁরা ব্যবসায়ের পুঁজিকে এক জায়গায় আনার জন্য বছরে একবার খাতা পুজো করেন। সেই জন্য বাংলা নববর্ষের দিন থেকে সারা বছরের লেনদেনকে সূচনা হিসাবে ধার্য্য করেন, যেহেতু সকল দেবদেবীর আগে গণেশের পুজো হয় এবং ব্যবসায়ীরা ব্যবসার দিক থেকে গণেশকে শুভ দেবতা বলে সূচিত করেন লক্ষ্মীদেবী ধনের দেবী হিসাবে পূজিত হন। এই কারণে দেবী লক্ষ্মীকে গণেশের সঙ্গে পুজো করা হয়।

আসুন দেখে নেওয়া যাক শুভ নববর্ষের দিন পালনীয় কিছু নিয়মাবলী, যেগুলি পালনে মানুষের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে, যা শুভ নববর্ষের দিনে প্রতিটি মানুষের অবশ্য পালনীয়:

১। উত্তরায়ণের সময় প্রত্যেকটি বাড়িতে পুজো করে ওই দিনটিতে লক্ষ্মী-গণেশাং যন্ত্রম্ প্রতিষ্ঠা করা উচিত।

২। সারাদিন বাড়িতে ঠাকুরের নাম সংকীর্তন করতে হবে এবং পুজোতে যজ্ঞ আহুতির মধ্য দিয়ে মনষ্কামনা জানাতে হবে ও বাড়ির চারদিকে শান্তির জল ছেটাতে হবে।

আরও পড়ুন: পয়লা বৈশাখে এই টোটকাগুলির মাধ্যমে জীবনে আর্থিক উন্নতি লাভ করুন

৩। প্রত্যেকের ঘরে এই দিন জোয়ারের জল রাখা উচিত। ভাল করে ঘরের চারদিকে আলপনা দিতে হবে। প্রত্যেকের এই দিনটিতে নিরামিষ খাওয়া উচিত।

৪। শুভ নববর্ষের দিন দরিদ্র ভোজন করানো উচিত এবং বস্ত্রদান করা উচিত।

৫। প্রতিটি বাড়িতে প্রত্যেক ঘরে ধুনো ও শঙ্খধ্বনি দিয়ে অপদেবতা দূর করতে হবে।

৬। সন্ধ্যাবেলায় তুলসীতলায় হরিলুঠ দিতে হয়। কাক, গরু, কুকুরকে এই দিন খাওয়ানো উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE