আজকের দিন- কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। গৃহনির্মাণের পরিকল্পনার জন্য ভাল সময়। কোনও পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে। বিপদে পড়ে আপনাকে মিথ্যা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না।
এই বছর- স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনায় মন বসবে। বছরের কোনও সময় বড় আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। বছরের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে।
চরিত্র- জাতককে পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে তুলতে হয়। হঠাৎ কিছু পাওয়ার আশা করা জাতকের পক্ষে ঠিক নয়। অহেতুক সন্দেহের কারণে দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। এঁরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হন। কন্যা ও মকর রাশির জাতকের সঙ্গে বিবাহ সুখের হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy