জুলাইয়ের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন, কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা। বিশ্বাস করা হয় যে, এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। শ্রাবণের ব্রত নিষ্ঠাভরে পালন করলে মনের সকল বাসনা পূরণ হয় বলে মানা হয়। মনের শুদ্ধিকরণ ঘটাতেও কার্যকরী এই ব্রত। কিন্তু শিবের ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। সেগুলি আমাদের অনেকেরই জানা নেই। সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে মহাদেব কুপিত হতে পারেন। এ বছর শ্রাবণ মাসে ক’টি সোমবার রয়েছে এবং ইংরেজি মাস অনুযায়ী সেগুলি কবে পড়েছে জেনে নিন।
শ্রাবণ মাসের সোমবারের উপবাসের তালিকা:
প্রথম সোমবারের উপবাস: ১৪ জুলাই।
দ্বিতীয় সোমবারের উপবাস: ২১ জুলাই।
তৃতীয় সোমবারের উপবাস: ২৮ জুলাই।
শেষ সোমবারের উপবাস: ৪ অগস্ট।
শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালনের সময় কী কী নিয়ম মানতে হবে?
১। ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। ঘুম থেকে ওঠার পর বেশি ক্ষণ আগের দিনের জামাকাপড়, অর্থাৎ বাসি জামা পরে থাকা যাবে না।
২। উপবাস যাঁরা করেন এবং বাকিরাও এই দিন নখ ও চুল কাটা এড়িয়ে চলবেন। শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনও ক্ষৌরকর্ম করা যাবে না।
৩। অনেকেই উপবাস রেখে দুপুর বা সকালবেলা গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন। কিন্তু সন্ধ্যাবেলা শিবের পুজো করার জন্য আদর্শ। সন্ধ্যাবেলা জল ঢালার পর বাতি জ্বালাতে হবে। তার পর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে। শিবের অভিষেক করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়।
৪। উপবাস ভাঙলেও আমিষ আহার গ্রহণ করা যাবে না। চালের তৈরি কোনও খাবারও খাওয়া যাবে না। দুধ, সাবু, ফল, মিষ্টি, খই, বাতাসা প্রভৃতি খাওয়া যেতে পারে।
৫। এই দিন কোনও মতে কারও সঙ্গে প্রতারণা করা যাবে না। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারও সমালোচনা করাও চলবে না। দান করতে পারলে খুব ভাল হয়।