Advertisement
১৯ মে ২০২৪

জ্যোতিষ শাস্ত্র মতে শুভাশুভ যোগ

চারটি গ্রহ এক রাশিতে থাকলে এবং এই ভাব কেন্দ্র ও কোণ হলে জীবনে অর্থের অভাব হয় না। অষ্টম বা দ্বাদশে যদি চারটি শুভ ও অশুভ গ্রহের মিলন হয় তবে জাতক ধনবান হয়ে থাকেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ০০:৩৬
Share: Save:

আপনার জন্মকুণ্ডলীতে যোগগুলি আছে কিনা দেখে নিন—

১। শনি, চন্দ্র ও বৃহস্পতি যদি পরস্পরের কেন্দ্রে থাকে, তা হলে জাতক ধনশালী হয়, অন্যথায় এই সব জাতক ধর্মগুরু হয়ে থাকেন।

২। চারটি গ্রহ এক রাশিতে থাকলে এবং এই ভাব কেন্দ্র ও কোণ হলে জীবনে অর্থের অভাব হয় না। অষ্টম বা দ্বাদশে যদি চারটি শুভ ও অশুভ গ্রহের মিলন হয় তবে জাতক ধনবান হয়ে থাকেন।

৩। যদি ষষ্ঠপতি বৃহস্পতিকে দেখে তবে ঋণযোগ হয়। বৃহস্পতির শুভ ক্ষমতা হ্রাস পায়। এটি খুবই অশুভ যোগ, মনের শান্তি থাকে না।

৪। ষষ্ঠপতির কেন্দ্রে অশুভ গ্রহ থাকলে জেল গমন ও প্রবল শত্রুতার মোকাবিলা করতে হয়।

৫। দুটো বা তার বেশি অশুভ গ্রহ মেষ, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশিতে থাকলে বহু বদনাম হয় এবং বহু ক্ষেত্রে পরাজয় স্বীকার করতে হয়।

৬। যোগ কারক গ্রহ দুঃস্থানে(ষষ্ঠ/অষ্টম/দ্বাদশ) থাকলে বেঁচে থাকার আকর্ষণ কমে যায়।

৭। যদি বৃহস্পতি বা শুক্র, চতুর্থ স্থানের অধিপতি হয়ে ভাগ্যস্থানে থাকে এবং ভাগ্যপতি কেন্দ্র অথবা কোণে অবস্থান করে তাহলে জাতক ভূ-সম্পত্তি ও যানবাহনের মালিক হয়।

৮। রবি ও বুধ কেন্দ্র, কোণ বা একাদশে থাকলে জাতক অঙ্কশাস্ত্রে বিদ্বান হয়। আবার রবি, বুধ ও শুক্র দ্বিতীয়ে থাকলে জাতক কবি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোষ্ঠীতে এই যোগ বিদ্যমান।

৯। চন্দ্র ও বুধ একত্রে নবমে থাকলে জাতকের বিজ্ঞান বিষয়ে জ্ঞান লাভ হয়।

১০। যদি বলবান ভাগ্যপতি কেন্দ্র বা কোণস্থ হয় এবং লগ্নের ওপর লগ্নপতির দৃষ্টি থাকে তাহলে জাতক সৌভাগ্যের অধিকারী হয়।

১১। সিংহ লগ্নে রবি, মঙ্গল বা বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হলে জাতক ধনবান হয়।

১২। বুধ, মিথুন বা কন্যা লগ্নে অবস্থান করে শুক্র বা শনিযুক্ত বা দৃষ্ট হলে জাতক সম্পদশালী হয়। কিন্তু সে বাল্যকালে রোগপীড়িত হয় এবং শেষ বয়সে সুখী হয়।

১৩। লগ্ন পতি দ্বিতীয়ে, দ্বিতীয় পতি একাদশে এবং একাদশ পতি লগ্নে থাকলে জাতক প্রচুর উপার্জন করে।

১৪। আয়পতি ও আয়ভাবকারক বৃহস্পতি ধনপতিযুক্ত বা দৃষ্ট এবং লগ্নপতি বলবান হলে নিজ চেষ্টায় ধন উপার্জন হয়।

১৫। ধনপতি নবমে বা একাদশে থাকলে জাতক উদ্যমী, কর্মদক্ষ ও সম্পদশালী হয়। কিন্তু সে বাল্যকালে রোগপীড়িত হয় এবং শেষ বয়সে সুখী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Good times
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE