Advertisement
০৫ মে ২০২৪

এই জিনিসগুলো মানিব্যাগে রাখলে, মানিব্যাগ সব সময় টাকায় ভর্তি থাকবে

মনে রাখতে হবে, মানিব্যাগ হল এমন একটি জিনিস, যা সম্পদকে আক্ষরিক অর্থে ধরে রাখে। এখন আধুনিক যুগে মানুষ বিভিন্ন প্রকার মানিব্যাগ ব্যবহার করেন। অনেক সময় দেখা যায়, প্রচুর উপার্জন করার পরও সঞ্চয় সে ভাবে হচ্ছে না বা ভীষণ পরিমাণে অর্থ কষ্টে ভুগছেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

টাকার অভাব দূর করতে আমাদের প্রাচীন শাস্ত্রে অনেক ধরনের নিয়ম বা টোটকার কথা বলা আছে। সেই নিয়মগুলো যদি আমরা সঠিক ভাবে পালন করি, তা হলে অর্থের অভাব হয়ত আমাদের স্পর্শ করতে পারবে না।

মনে রাখতে হবে, মানিব্যাগ হল এমন একটি জিনিস, যা সম্পদকে আক্ষরিক অর্থে ধরে রাখে। এখন আধুনিক যুগে মানুষ বিভিন্ন প্রকার মানিব্যাগ ব্যবহার করেন। অনেক সময় দেখা যায়, প্রচুর উপার্জন করার পরও সঞ্চয় সে ভাবে হচ্ছে না বা ভীষণ পরিমাণে অর্থ কষ্টে ভুগছেন। নিম্ন লিখিত নিয়ম বা টোটকাগুলো সঠিক ভাবে পালন করলে অর্থের অভাব জীবন থেকে অনেকটা কমে যাবে।

ধন সম্পত্তির দেবী লক্ষ্মীদেবীর ছবি:

হিন্দু শাস্ত্র মতে ধন সম্পদের দেবী হলেন লক্ষ্মী। সংসারে অর্থ বৃদ্ধির জন্য আমরা লক্ষ্মী দেবীর পুজো করি। মানিব্যাগে যদি লক্ষ্মী দেবীর ছবি রাখা হয়, তা হলে অর্থাভাব কেটে গিয়ে উপার্জন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার প্রাপ্তিযোগ, বাধা তার প্রতিকার (দ্বিতীয় পর্ব)

চাল:

অর্থাভাব দূর করতে হলে একটি ভাল মানিব্যাগে, অর্থাৎ মানিব্যাগ যেন ছেঁড়া না হয়, তাতে ২১টি চাল একটা কাগজে মুড়ে রাখতে হবে। তবে এই কাজটি বৃহস্পতিবার করলে ফল ভাল পাওয়া যায়।

অশ্বত্থ পাতা:

পুরাণ মতে, অশ্বত্থ পাতা সব সময় শুভ ফল প্রদান করে। তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গাজলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে টাকার অভাব কখনও হবে না। পাতাটি শুকিয়ে গেলে আর একটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে। এর ফলে অর্থের অভাব কখনওই কাছে ঘেঁষতে পারবে না।

আশির্বাদী টাকা:

মা-বাবা বা যে কোনও গুরু জনের দেওয়া আশির্বাদী নোট খরচ না করে তা হলুদ মাখিয়ে মানি ব্যাগে রেখে দিলে অর্থ সমৃদ্ধি ঘটবে এবং আপনাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra Purse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE