Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ঘুম থেকে উঠে প্রথমে কোন পা মাটিতে ফেলতে হবে জেনে নিন

যখন সকালে আমরা ঘুম থেকে উঠি, তখন নতুন কোনও আশা বা স্বপ্ন নিয়ে জাগি। আমরা সকলেই চাই, আমাদের সেই আশা পূর্ণ হোক। কথায় আছে, শুরু ভাল হলে শেষও ভাল হয়। আর যার শেষ ভাল, তার সব ভাল।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ মে ২০১৯ ০২:৪৩
Share: Save:

যখন সকালে আমরা ঘুম থেকে উঠি, তখন নতুন কোনও আশা বা স্বপ্ন নিয়ে জাগি। আমরা সকলেই চাই, আমাদের সেই আশা পূর্ণ হোক। কথায় আছে, শুরু ভাল হলে শেষও ভাল হয়। আর যার শেষ ভাল, তার সব ভাল। তাই সব সময় মনে রাখতে হবে, সকালে শুরুটা যেন খুব ভাল হয়। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ অবশ্যই করা উচিত। তাই যদি ভাগ্যের চাকা ঘোরাতে চান আর নিজের জীবন আনন্দে ও সুখে শান্তিতে ভরিয়ে রাখতে চান, তা হলে এই কাজগুলি অবশ্যই করতে হবে।

• শাস্ত্রে হাত ও পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। হাত ও পায়ের বিশেষ কিছু কাজ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই সকালে উঠেই হাতের তালুর দিকে তাকানো খুব শুভ। কারণ হাতের তালুর উপরে দেবী লক্ষ্মী, তালুর মধ্যে সরস্বতী ও তালুর নীচে গোবিন্দ অবস্থান করেন। তাই সকালে উঠে যদি দু’হাতের তালুর দিকে তাকানো যায়, তা হলে এই দেবদেবীর কৃপা লাভ করা যায়। ফলে সব কাজে সাফল্য মেলে।

• সকালে উঠে পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করুন। হিন্দুশাস্ত্র মতে সূর্য আমাদের প্রত্যক্ষ দেবতা, যাঁকে আমরা সরাসরি দেখতে পাই। তাই সকালে সূর্যদেবকে প্রণাম করলে তাঁর আশীর্বাদে শারীরিক, মানসিক ও আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং সকালে সূর্যের আরাধনা করলে মানসম্মান বৃদ্ধি পায়।

সকালে ঘুম থেকে উঠে কোন পা প্রথম মাটিতে ফেলতে হয়:

• সোম, বুধ ও শুক্রবার প্রথমে মাটিতে বাম পা ফেলতে হবে।

আরও পড়ুন: আপনার নিদ্রিত ভাগ্যকে জাগিয়ে তুলুন এই ভাবে

• আর যদি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার হয়, তা হলে প্রথমে ডান পা মাটিতে ফেলতে হবে।

এর ফলে মাতৃভূমির আশীর্বাদে দিনটি খুব ভাল কাটবে ও জীবনে প্রচুর উন্নতি হবে। আপনার জীবন যদি কোনও ভাবে বাধাপ্রাপ্ত হয়, তা হলে এর ফলে তা থেকে অনেকটা মুক্তি পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

leg Bed Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE