E-Paper

বিশ্বকর্মা পুজোয় চড়া দাম বাজারে

স্থানীয় বাসিন্দাদের কথায় কলা ৩৫ টাকা ডজন ছিল, সেটা এ দিন বেড়ে হয়েছে প্রায় ৫০ টাকা ডজন, আপেল ৮০টাকা কেজিতে বিকোচ্ছিল, সেটা এ দিন ১৪০ টাকা থেকে ১৬০টাকা কেজি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪

— প্রতীকী চিত্র।

পুজো বা কোন উৎসব মানেই বাজারে কিছুটা হলেও দাম বৃদ্ধি পায়। সেটা দুর্গা পুজো হোক বা ইদ, বিশ্বকর্মা পুজো হোক বা লক্ষ্মী পুজো। আজ বুধবার বিশ্বকর্মা পুজো। মঙ্গলবার ওই পুজোর বাজার করতে গিয়ে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। পুজোর সামগ্রী ফলমূল থেকে আনাজপাতি সমস্ত কিছুর দাম রাতারাতি বেড়ে গিয়েছে। কান্দি মহকুমার কান্দি থেকে বড়ঞা, খড়গ্রাম থেকে ভরতপুর ও সালার সর্বত্রই একই অবস্থা।

স্থানীয় বাসিন্দাদের কথায় কলা ৩৫ টাকা ডজন ছিল, সেটা এ দিন বেড়ে হয়েছে প্রায় ৫০ টাকা ডজন, আপেল ৮০টাকা কেজিতে বিকোচ্ছিল, সেটা এ দিন ১৪০ টাকা থেকে ১৬০টাকা কেজি হয়েছে, আঙুর ৪০০টাকা কেজি, পাকা আম ৩০০ টাকা কেজি, নাসপাতি ১৩০টাকা কেজি, শসা ৪০ টাকা কেজি থেকে বেড়ে ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজি হয়েছে। একই সঙ্গে আনাজপাতির দামও বৃদ্ধি পেয়েছে। পটল ৪০ টাকা কেজি থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে, ফুলকপি ৪০ টাকা প্রতিটি থেকে বেড়ে ৬০ টাকা দাম হয়েছে, টোম্যাটো ৪০টাকা থেকে বেড়ে ৬০টাকা কেজি হয়েছে। ফল ব্যবসায়ী তপন দাস বলেন, “যে কোন পুজোয় জিনিসপত্র চড়া দাম দিয়ে আমাদের কিনতে হয়। ফলে আমাদেরকেও চড়া দামেই বিক্রি করতে হয়।’’ কান্দি মহকুমা ফল ও আনাজপাতি ব্যবসায়ীর সম্পাদক স্মরজিৎ সাহা বলেন, “এ বার অতিরিক্ত বর্ষণের কারণে আনাজপাতির গাছ নষ্ট হয়েছে, ফলে চাহিদার তুলনায় জোগান অনেক কম হচ্ছে। তাই দামও বেড়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

market price Vishwakarma Puja 2025 Kandi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy