এই মাসে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি মিলবে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। মাসের প্রথম দিকে অপরের প্রতি বিরোধী ভাব থাকতে পারে। সন্তানের জন্য খরচ বাড়বে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু দান করতে হবে। এই মাসে অজথা অপমান জুটতে পারে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। গঠনমূলক কাজে উন্নতি। অতিথির ব্যাপারে এই মাসে খরচ বাড়বে। জমি কেনা নিয়ে সমস্যা হতে পারে। তীর্থ ভ্রমণ নিয়ে বাড়িতে আলোচনা। মাসের শেষের দিকে ব্যবসায় লাভ হতে পারে। মাসের শেষের দিকে গুরুজনের জন্য চিকিৎসার খরচ বাড়বে। শরীর নিয়ে দুর্ভোগের আশঙ্কা। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।
রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। বালকের মতোই এর কার্যকরিতা এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। এরা চিন্তাশীল কিন্তু বাচাল। এদের মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য। এরা কাজ পাগল। কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। আইনি, চিকিৎসা, হিসাব, শিল্পসাহিতা, রেস, জুয়া ইত্যাদিতে তিব্র ঝোঁক থাকে এবং কিছু সাফল্যও অর্জন করে। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে, তোষামোদ প্রিয়।
—শ্রী জয়দেব