Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেডরুমে টিভি বা অন্য কোনও মিউজিক সিস্টেম রাখেননি তো?

বাস্তু মেনে ঘর বাড়ি তৈরির পর ঘরের আসবাবপত্রও নিশ্চয়ই বাস্তু মেনেই রাখবেন! যদি বাস্তু মেনে ঘরের আসবাবপত্র সাজানো হয়, তা হলে ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, এতে কোনও সন্দেহ নেই। বাড়ি হোক বা ফ্ল্যাট, যদি বাস্তুশাস্ত্রের সম্পূর্ণ সুফল পেতে চান, তা হলে বাড়ি তৈরির প্রথম থেকে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা, সব কিছুই বাস্তুসম্মত ভাবে করতে হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০০:০০
Share: Save:

বাস্তু মেনে ঘর বাড়ি তৈরির পর ঘরের আসবাবপত্রও নিশ্চয়ই বাস্তু মেনেই রাখবেন! যদি বাস্তু মেনে ঘরের আসবাবপত্র সাজানো হয়, তা হলে ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, এতে কোনও সন্দেহ নেই। বাড়ি হোক বা ফ্ল্যাট, যদি বাস্তুশাস্ত্রের সম্পূর্ণ সুফল পেতে চান, তা হলে বাড়ি তৈরির প্রথম থেকে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা, সব কিছুই বাস্তুসম্মত ভাবে করতে হবে।

মানুষের প্রয়োজন ও চাহিদার কথা ভেবে দিনে দিনে গৃহসজ্জার জন্য নিত্যনতুন আসবাবপত্রের সংখ্যা বেড়েই চলেছে। আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে নতুন ডিজাইনের আসবাব।

গৃহসজ্জার আসবাবপত্রের মধ্যে অন্যতম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আসবাব হল টিভি। টেলিভিশন, হোমথিয়েটার, বা যে কোনও মিউজিক সিস্টেম রাখার জন্য বাস্তু মতে ঘরের নির্দিষ্ট জায়গা রয়েছে।

ঘরের কোথায় রাখবেন টিভি

• বাস্তু পরিকল্পনা মানলে বেডরুমে টিভি রাখা যাবে না।

• যদি একান্ত রাখতেই হয়, তা হলে বেডরুমের উত্তর-পশ্চিম কোণে রাখা যেতে পারে। তবে না রাখাই সবচেয়ে ভাল।

• টিভি বেডরুমে রাখলে তা বিছানা থেকে ৩-৪ মিটার দূরে রাখতে হবে।

আরও পড়ুন: জন্মছকের গ্রহের কোন অবস্থানে হৃদয় চাইলেও বিয়ে হয় না

• টিভি রাখার উপযুক্ত জায়গা ড্রয়িং ও লিভিং রুমের দক্ষিণ-পূর্ব কোণে।

• ড্রয়িং ও লিভিং রুমে টিভি রাখলে তা বসার জায়গা থেকে ২-৩ মিটার দূরে রাখতে হবে।

অন্যান্য মিউজিক সিস্টেম কোথায় রাখা উচিত

• টেলিভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য মিউজিক সিস্টেম রাখা যেতে পারে।

• মনে রাখবেন, ঘরের ভিতর মিউজিক সিস্টেমের ‘ভলিউম লেবেল’ অত্যন্ত চড়া না হওয়াই শ্রেয়। যে কোনও উচ্চস্বরের শব্দ গৃহস্থের ক্ষেত্রে অমঙ্গল জনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Television House Home Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE