Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ভবিষ্যৎ জানতে এই ভাবে অঙ্ক কষে ফেলুন, উত্তর মিলে যাবে

অঙ্ক কষে কী ভাবে জানবেন ভবিষ্যৎ

অসীম সরকার
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০০:০০
Share: Save:

প্রথমে প্রশ্নকর্তাকে মনে মনে প্রশ্নটা ভাবতে বলে তাকে নয়টি অঙ্ক বা নয়টা ডিজিট বলতে বলুন।

এ বার প্রশ্নকর্তা জানতে চাইল সে পরীক্ষায় পাশ করবে কি না? এই প্রশ্ন মনে মনে ভেবে সে ৯টা অঙ্ক বা ডিজিট বলল তা ধরা যাক এ রকম, ২৩৬৭৯৮১৪৩

এ বার অঙ্কগুলি যোগ করুন নীচের মতো করে-

২৩৬৭৯৮১৪৩

৫৯৪৭৮৯৫৭

৫৪২৬৮৫৩

৯৬৮৫৪৮

৬৫৪৯৩

২৯৪৩

২৪৭

৬২

কী ভাবে উপরের অঙ্কগুলিকে যোগ করা হচ্ছে দেখুন, ২৩= (২+৩=৫), ৩৬=(৩+৬=৯)

এ বার যোগ করা অঙ্কগুলো কে দ্বিতীয় লাইনে এই ভাবে লেখা হ’ল ৫৯৪৭৮৯৫৭, তৃতীয় লাইনে দ্বিতীয় লাইনের ডিজিট গুলি পাশাপাশি যোগ করে এই ভাবে পেলাম: ৫৪২৬৮৫৩, এ বার ঠিক একই ভাবে তৃতীয় লাইনের ডিজিট বা অঙ্কগুলিকে পাশপাশি ৪র্থ লাইনের ডিজিটগুলি পাওয়া যাবে। এরপর ৫ম লাইন, ৬ষ্ঠ লাইন, ৭ম লাইন, ৮ম লাইন ও সবশেষে অষ্টম লাইনে ৮ পাওয়া যাবে। এই ভাবে পিরামিডের মতো করে অঙ্কগুলিকে সাজাতে হবে। এখানে পিরামিড অঙ্ক=৮ এর মানে পরীক্ষায় ফল হবে কম্পার্টমেন্টাল।

এ বার ফলাফলের চার্ট নীচে দেওয়া হ’ল:

(১) পিরামিড অঙ্ক ১ হলে: সাফল্য প্রাপ্তি বা কার্য সিদ্ধি হবে।

(২) পিরামিড অঙ্ক ২ হলে: অসম্পূর্ণ কার্য। সাফল্যের আশা কম।

(৩) পিরামিড অঙ্ক ৩ হলে: কার্য সিদ্ধি হবে/আশা আকাঙ্খা পূর্ণ হবে/সাফল্যের আশা আছে।

(৪) পিরামিড অঙ্ক ৪ হলে: সাফল্যের আশা নেই।

(৫) পিরামিড অঙ্ক ৫ হলে: সাফল্যের আশা আছে। পরীক্ষায় পাশ। আর্থিক লাভ।

(৬) পিরামিড অঙ্ক ৬ হলে: কার্যে সফল/পরীক্ষায় পাশ/প্রেমে সফল/বিবাহ সম্বন্ধ ভাল।

(৭) পিরামিড অঙ্ক ৭ হলে: কার্যে সফল কঠিন/খুব টেনশন/সামান্য সাফল্যের আশা করা যায়।

(৮) পিরামিড অঙ্ক ৮ হলে: হতেও পারে আবার নাও হতে পারে/পরীক্ষার ফল কম্পার্টমেন্টাল।

(৯) পিরামিড অঙ্ক ৯ হলে: ভাল ভাবে যে কোনও কার্য সফল হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Numerology Future Prediction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE